সংস্কৃতি – Meem tv https://meemtvusa.com usa & canada Bangla tv channel Sat, 28 Jan 2023 20:57:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.3.17 https://meemtvusa.com/wp-content/uploads/2019/10/cropped-Meemtvusa-2-32x32.png সংস্কৃতি – Meem tv https://meemtvusa.com 32 32 হবিগঞ্জে লোক কবি-লেখক ও গবেষক শাহ্ মোহিত সরকারের জন্মদিন পালিত https://meemtvusa.com/2023/01/28/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%97%e0%a6%ac/ https://meemtvusa.com/2023/01/28/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%97%e0%a6%ac/#respond Sat, 28 Jan 2023 20:57:33 +0000 https://meemtvusa.com/?p=8246 হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের দৌলতপুর গোলবাগে আজমির দরবার শরিফের বিশিষ্ট লোক কবি লেখক ও গবেষক শাহ্ মোহিত সরকার-এর ৫৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে গোলবাগে আজমির দরবার শরীফে বিভিন্ন অঞ্চল ভক্তবৃন্দ আশিকান ও মুরিদানের ঢল নামে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম, পোস্ট মাষ্টার সাইদুর রহমান চৌধুরী, শাহ্ আরজান আলী হাজী, ফকির আবদুল ছালাম ও মোহাম্মদ কামাল তালুকদার প্রমূখ।
এদিকে, গোলবাগে আজমির দরবার শরীফের সাজ্জাদানশীন ও গদিনীশিন পীরজাদা বিশিষ্ট লোক কবি লেখক ও গবেষক শাহ্ মোহিত সরকার-এর জন্মদিন উপলক্ষে মুরিদান বৃন্দরা সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, জগন্নাথপুর, লাখাই, নাসির নগর, সরাইল, মাধবপুর, বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী, ঢাকা ও নাটোরে মিষ্টি বিতরণ করেন।

]]>
https://meemtvusa.com/2023/01/28/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%97%e0%a6%ac/feed/ 0
ভ্রমণে মুগ্ধ শায়েস্তাগঞ্জের টুটুল https://meemtvusa.com/2023/01/25/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d/ https://meemtvusa.com/2023/01/25/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d/#respond Wed, 25 Jan 2023 21:41:13 +0000 https://meemtvusa.com/?p=8211 আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \
জীবন একটি যাত্রা, কোন গন্তব্য নয়! ভ্রমণ কখনো অর্থের নয়, সাহসের বিষয়! আর এ ভ্রমণ যদি হয় শান্তির, তাহলেই হৃদয়ে মিলে পূর্ণ্যতা। যদিও কথাগুলো মনীষীদের। তবে একটি ক্ষুদ্র জীবনের এই ক্ষুদ্র প্রয়াস কথাগুলোর বাস্তবতা দেখা দিয়েছে ঢাকার এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম টুটুলের সাহসী ভ্রমণ কাহিনীতে। সম্প্রতি দেশের ৬৪টি জেলা ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করেন তিনি। ইতিমধ্যে ৫৫টি জেলায় ভ্রমণ করেছেন। বাকি জেলা গুলো কিছুদিনের মধ্যেই ভ্রমণ করবেন বলে জানান তিনি। টুটুল একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর গ্রামের মৃত আব্দুস সোবান-এর ছেলে। চাকুরীর সুবাদে তিনি এখন বসবাস করছেন গাজীপুরে। টুটুল জেলায় জেলায় ঘুরে ভ্রমন অব্যাহত রেখেছেন। পাশাপাশি বাড়িয়ে দিচ্ছেন মানবতার হাত। নতুন জেলায় প্রবেশ করেই একটি করে গাছ রোপন করছেন। দরিদ্র ও অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছেন খাবার এবং পড়নের কাপড়। এতে আনন্দিত টুটুল। ভ্রমণ শেষে খুশি মনেই টুটুল ফিরেন নিজ জেলা হবিগঞ্জ এবং গাজীপুরে।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারী) হবিগঞ্জের বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গন এলাকার শিরিষ তলায় চায়ের আড্ডায় তার ভ্রমণ কাহিনীর গল্প বলেন টুটুল। টুটুল বলেন, ‘আমার কিছু না বুঝে ওঠা শৈশব আর উন্মাতাল কৈশোরের সময়টা কেটেছে গ্রামে। আমি সর্বপ্রথম ২০০৬ সালে নিজ জেলা থেকে অন্য জেলায় পা রাখি। তখন আমি খুব ছোট। সিলেট টু ঢাকা সৌদিয়া বাসে করে যাচ্ছিলাম। বাসে বসেই প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য উপভোগ করি। এত লম্বা ভ্রমণের একটা মিনিটও আমি বাসের ভেতরে চোখ রাখতে পারিনি। শুধু চারপাশ দেখার চেষ্টা করেছি। তখন থেকেই মূলত আমার ভ্রমণের ইচ্ছা জাগে। একটা পর্যায়ে পড়াশোনার পাশাপাশি শুরু হল চাকরি জীবনের অধ্যায়। প্রাইভেট সেক্টরের চাকরি তাই জীবন একটা সময়ে দুর্বিষহ হয়ে উঠলো। কি করব ভেবে পাচ্ছিলাম না। তখনই মাথায় ঘুরপাক খেল ভ্রমণ করা যায়। যেহেতু চাকরি করি, ঈদের ছুটি ছাড়া ভ্রমণের দীর্ঘ সময় নাই। তারপরও সবকিছু ম্যানেজ করে শুরুতে বছরে দুই বার দূরে কোথাও ঘুরতে যাই। এতে যেন দুর্বিষহ জীবনে কিছুটা প্রশান্তি আসে। আমার অনেক আগে থেকেই ৬৪ জেলা ভ্রমণের পরিকল্পনা ছিল। তবে তা বাস্তবে রুপ দিতে পেরেছি ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝিতে। প্রায় ২ মাসে আমি ভ্রমণ করেছি ৫৫টি জেলা। এতে আমি প্রতিটি জেলায় ১টি করে গাছ রোপন করেছি। তাছাড়া চা, পানি এবং পান খাওয়ার পাশাপাশি আমি প্রতিটি জেলায় নামাজ পড়ার চেষ্টা করেছি। নামাজের ওয়াক্তের তারতম্য হওয়ায় কয়েকটি জেলায় তা সম্ভব হয়নি। সেই সাথে অসহায় ও সাধারণ মানুষদের সাথে একবেলা ভাত খেয়েছি এবং সামর্থনুযায়ী প্রতিটি জেলায় ১ জন মানুষকে পোষাক দিয়েছি। গাড়িতে চড়ার সময় মাদ্রাসা পড়ুয়া অসহায় শিক্ষার্থীদের ভাড়া দিয়েছি। এতে আমি ভ্রমণের মাধ্যমে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি।
আমার এই ভ্রমণে বন্ধুরা ও আমার ছোট বোন সবচেয়ে বেশি সাহায্য করেছে। মা তেমন একটা চাইতেন না যে আমি এভাবে ঘুরে বেড়াই। সবসময়ই বলতেন দেশের অবস্থা ভাল না, চারদিকে এত দুর্ঘটনার কথা শুনি। তারপরও মা’কে অনেক কিছু বুঝিয়ে বের হতাম আর ফোনে আপডেট দিতাম কোথায় আছি কি করছি।
সাগর, নদী, পাহাড়, হাওর আমাকে মুগ্ধতায় পরিপূর্ণ করেছে। তা ভুলতে পারছি না। দেখেছি ইট পাথরের দালান এবং ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যার গ্রাম। দেশের বেশিরভাগ যানবাহনই ব্যবহার করেছি। বাদ যায়নি বিমানও। দেখেছি বিভাগীয় রেলওয়ে স্টেশন এবং কোন গ্রামের মধ্য দিয়ে চলমান রেললাইন রুপকথার মতো চন্দ্রদিঘলিয়া স্টেশনে থেমে যাওয়া। যেন তার চন্দ্রদিঘলিয়া ছেড়ে যাওয়া বারণ। পথিমধ্যে কুমিল্লায় দেখা হয়েছে ভারতীয় নাগরিক মিঃ সঞ্জয় বানজারা নামে এক যুবকের। যিনি ভারতের সবগুলো প্রদেশ বাইসাইকেলে চড়ে ঘুরেছেন। এসেছেন বাংলাদেশেও। পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহী যাবার পথে দেখা হয়েছে দুইজন রাশিয়ান নাগরিকের সাথে। ভ্রমণ শিডিউল মিলে যাওয়ায় একসাথে ঘুরেছি কয়েকটি জায়গা।
পাথর, পানি আর পাহাড় এ তিন নিয়ে সিলেটের ভোলাগঞ্জ। সাদা পাথরের ছড়াছড়ির জন্য ভোলাগঞ্জকে সাদা পাথরের দেশ বলা হয়। কাছে থেকে দেখেছি শরৎ মৌসুম না হলেও আকাশের গায়ে ভেসে বেড়ায় সাদা মেঘ। এ যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। হাওর মানে বিশাল আকাশ বিশাল জলাভূমি, হাওর মানে প্রচুর ফসল বিশাল প্লাবন ভূমি। দেখেছি চলনবিল, হাকালুকি এমনকি টাংগুয়ার হাওর। শারীরিক শক্তিবর্ধক হল পুষ্টিকর খাবার কিন্তু মনের শক্তিবর্ধক এক কাপ গরম চা আর তার দীর্ঘস্থায়ী আমেজ। বিস্তৃত চা বাগান দেখেছি যেখানে সবুজের সমারোহ। মেঘের অনেক রং, কখনো সে দুধের মত সাদা, কখনো বা ধূসর কালো, আবার কখনো লালচে আভা মিশে থাকে মেঘের গায়ে, তবুও সব রঙেরই যেন ভিন্ন মাধুর্যতা রয়েছে। মেঘের সেই সৌন্দর্য উপভোগ করেছি খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে। যেখানে শুধু মেঘ আর মেঘ। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতœতাত্তি¡ক নিদর্শনের সমৃদ্ধ ভাÐার এ দেশের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাচীন আমলে নির্মিত জমিদার বাড়ি, মসজিদ বিভিন্ন বিহার বরাবরের মতোই কাছে টেনেছে। সোনারগাঁওয়ে ইশা খাঁ’র আমলের তৈরি বাড়িগুলো এখন লোকশিল্প যাদুঘর করা হয়েছে। হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে মুখড় থাকে জায়গাটি। আজকের বাংলাদেশ তখনো অনেক সমৃদ্ধ ছিল এইসব প্রাচীন নির্মাণ দেখে বুঝতে পেরেছি। আমার সাইকেল চালানো খুবই শখ ছিল। সে শখ থেকে বিভিন্ন সাইকেল রাইডিং ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। দু’ চাকায় বাংলাদেশ দু’চোখে বাংলাদেশ’ এই ¯েøাগানে হবিগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সাইকেল চালিয়েছি। আমি আমার এই ভ্রমণ চালিয়ে রাখব যতটা সম্ভব। যদিও ভ্রমণ কখনো শেষ হয় না। দেশ দেখা শেষ করে, বিশ্ব দেখারও আশা করছি’।

]]>
https://meemtvusa.com/2023/01/25/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d/feed/ 0
হবিগঞ্জের আজমির দরবার শরীফে লোক উৎসব অনুষ্ঠিত https://meemtvusa.com/2023/01/19/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0/ https://meemtvusa.com/2023/01/19/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0/#respond Thu, 19 Jan 2023 20:54:11 +0000 https://meemtvusa.com/?p=8142 আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \

হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর (উচাইল) গোলবাগে আজমির দরবার শরীফে লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে গানে গানে লোক উৎসব মুখরিত হয়ে উঠে। ১ম বারের মত বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত বিশিষ্ট লোক কবি- লেখক ও গবেষক শাহ্ মোহিত সরকার লোক উৎসবে এলাকাবাসীর মধ্যে বাধভাঙ্গা উচ্ছাস দেখা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক। শুরুতেই লোক উৎসবের উদ্বোধন করেন শচিন্দ্র কলেজের প্রিন্সিপাল ফরাশ শরিফি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সি.এ মোঃ কদ্দুস আলী মনোহর, জেলা শিক্ষা ও গবেষনা কর্মকর্তা জাকারিয়া স্বাধীন, জেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এম এ ওয়াহিদ প্রমূখ। এতে লোক সঙ্গীত পরিবেশন করেন-বাউল পাগল কবির, বাউল অজয় মিহির দাস জন্মেজয়, বাউল নূরআলম সরকার, বাউল দুলাল পাগলা, বাউল আলম সরকার সিকদার, বাউল দুলাল সরকার, বাউল শামীম সরকার ও শাওন পাগলা, রাত ১১টা থেকে শুরু হয় পালাগান (মালজোড়া) এতে মহানবীর জীবনীতে পালা করেন নেত্রকোনা হতে আগত বাউল শিল্পী হবিল সরকার ও শ্রীকৃষ্ণের জীবনীতে পালা করেন জেলার সুনামধন্য বাউল হরি প্রসন্ন দাস। এতে পালাগান (মালজোড়া) শেষে ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক লোক উৎসবে প্রাণপুরুষ লোক কবি শাহ্ মোহিত সরকারকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। পরে আজ বৃহস্পতিবার ভোরে মুসকিল কোষার শানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

]]>
https://meemtvusa.com/2023/01/19/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0/feed/ 0
হবিগঞ্জ কালীবাড়িতে শ্যামাকালী পূজা/ আসছেন বন্যা https://meemtvusa.com/2022/10/22/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae/ https://meemtvusa.com/2022/10/22/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae/#respond Sat, 22 Oct 2022 21:25:52 +0000 https://meemtvusa.com/?p=6947 হবিগঞ্জ প্রতিনিধি  \ আগামীকাল সোমবার হবিগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়িতে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী কালীবাড়ি শ্যামাপূজা পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত পূজায় ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা থেকে আগত বিশিষ্ট কন্ঠশিল্পী চ্যানেল আই সেরাকন্ঠ তারকা বন্যা তালুকদার। সন্ধ্যা ৬টা থেকে গান শুরু হবে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবে। আয়োজকদের পক্ষ থেকে এতে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করা হয়েছে।

]]>
https://meemtvusa.com/2022/10/22/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
আজ পঞ্চখণ্ডের প্রয়াত কবি ফজলুল হকের ৬২তম জন্মদিন https://meemtvusa.com/2022/09/01/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/ https://meemtvusa.com/2022/09/01/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/#respond Thu, 01 Sep 2022 13:52:41 +0000 https://meemtvusa.com/?p=6204  

গত দুই বছর (২০২০ ও ২০২১) মহামারি করোনা কারণে পঞ্চখণ্ডের কবি ফজলুল হকের জন্মদিন ঘটা করে পালন করা হয়নি। করোনা মহামারি পরবর্তী ২০২২ সালের ১ সেপ্টেম্বর আজকের এই দিনে খুব আনন্দ উদযাপনের মাধ্যমে পালিত হতো কবির জন্মদিন। কিন্তু বিধাতার বিধান- আজ কবি আমাদের মাঝে নেই। গত ২৬ জুলাই তিনি পাড়ি জমিয়েছেন পরপারে।

পঞ্চখণ্ডের এ ভূমিপুত্র ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর সিলেট জেলার প্রাচীনতম জনপদ পঞ্চখণ্ডের (বর্তমান বিয়ানীবাজার উপজেলা) কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৬২তম জন্মদিন।

ফজলুল হক কবিতা লেখার পাশাপাশি গদ্য ও গীতিকবিতা লিখেছেন। তিনি বাংলাদেশ বেতারের খ্যাতিমান গীতিকার। একজন প্রগতিশীল সংস্কৃৃতিকর্মী ও সাংবাদিক হিসেবে তার সুনাম রয়েছে। কবিতা ও গদ্য রচনায় রয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘পৃথক দংশন’, ‘কবির জন্মদিন’, ‘শঙ্খ ঘোষের সঙ্গে নির্বাসনের দিনে’। সম্পাদনা গ্রন্থের মধ্যে রয়েছে- ‘তপোধীর ভট্টাচার্য : জীবন ও কর্ম’ ইত্যাদি।

আশির দশকের বাংলাদেশের সমকালীন কবিতার এই অগ্রণী কবির কবিতা রচনার মূল বিষয়বস্তু হলো বর্ণময় গ্রাম ও শহর। ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত পত্রপত্রিকা এবং সাহিত্য সংকলন ও সাময়িকীতে নিয়মিত তার লেখা প্রকাশিত হয়।

 

দার্শনিক পণ্ডিত রঘুনাথ শিরোমণি, শ্রীচৈতন্য পার্ষদ শ্রীবাস পণ্ডিত, কবি বৃন্দাবন দাস, মহেশ্বর ন্যায়লঙ্কার, শহীদ বুদ্ধিজীবী ড. জি সি দেব ও কবি তাত্ত্বিক অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য প্রমুখের জন্মভূমি পিতৃভূমি পঞ্চখণ্ডের মনীষা ও পরম্পরার নিকটতম প্রতিনিধি এই কবি।

চিরাচরিত কাব্যিকতার বন্ধন ছিন্ন করে যিনি প্রথম বেরিয়ে এসেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথের পথরেখাকে সময়োপযোগী করে বিনির্মাণ করতে করতে ফজলুল হক পৌঁছে গেছেন ভাবাদর্শ ও মূল্যবোধ সমন্বিত এক লেখার জগতে, যেখানে ‘শব্দের বিপ্লবের’ বিপ্রতীপে কবিতাকে ওঠে আসতে হয় চিন্তার বিপ্লবের মধ্য থেকে। তাই তিনি মহৎ কবি নিঃসন্দেহে।

]]>
https://meemtvusa.com/2022/09/01/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/feed/ 0
চারি যুগের কথা https://meemtvusa.com/2022/08/30/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/ https://meemtvusa.com/2022/08/30/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#respond Tue, 30 Aug 2022 20:47:17 +0000 https://meemtvusa.com/?p=6158 -গৌর প্রসাদ রায়-
সত্য, ক্রেতা, দ্রাপর, কলি। চারি যুগ। লোকে বলে তিন যোগ চলিতেছে, বর্তমান যুগের নাম কুল যুগ। কলি কালে যজ্ঞ ছাড়া অন্য দিকে যজ্ঞ, সাধন ভজন যাগ-যজ্ঞ, হোমদি কিস্থিই-নাই। কিন্তু গীতার বানীতে বলে আছে ভগবান স্বমুখে বলে গেছেন।
দ্রব্য যজ্ঞাপ্তপোষজ্ঞ। যোগ যজ্ঞাপ্তআপরে।
স্বধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয়ঃসংশিত ব্রতাঃ।
ভগবান বলে গেছেন অর্থ্যাৎ
দ্রব্য যজ্ঞ কর তপোযজ্ঞকর যোগ যজ্ঞকর-সাধন ভজন করা। ২৮/৪র্থ অধ্যায়।
১। দ্রব্য যজ্ঞ মাটিতে কুন্ড করে তাতে কাষ্ট ধৃত বিলুপ্তত্রাদি অগ্নি পজ্জাগিত করে যাহা করা হয় তাহাই দ্রব্য যজ্ঞ।
২। তপোযজ্ঞ তপস্য করাকেই তপোযজ্ঞ বলে ধ্যান করা।
৩। যোগ যজ্ঞ-যোগীরা যাহা করে থাকে অর্থ্যাৎ মনে আর প্রাণে যোগ করা। মমাক ফটস্থে লাগাইয়া দেওয়া।
৪। স্বাধ্যায়-গীতা ভগবত, রসায়ন, মহাভারত, ধর্মগ্রন্থ পাঠ করাকে স্বাধ্যায় বলে। যাদের কুসংস্কার আছে, কুবৃত্তি আছে, কুকর্ম আছে, কুমতি আছে, হিংসা, নিন্দা, অভিমান, দÐ, দর্প,অহংকার, মিরাবাস্ত থাকে তাহারাই কলির লোক। তাদের নাম যজ্ঞ ছাড়া অন্য কিছুই নাই। সাধন ভজনে তাদের মন আকৃষ্ট হইবে না। আর যাহারা সততা বজায় রেখে চলে নিষ্ঠাবান, দয়াবান, ভক্তিমান, আত্মসংযোমি, ইন্দ্রিয়জয়ী, তপস্বী, যোগি পরায়ন, সত্যাশ্রয়ী, তাহারা সত্যের লোক।
অতএব, তাহাদেও জন্য যাগ যজ্ঞ সাধন ভজন সবই আছে।
তাই নিজ নিজ গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র শুদ্ধ আসনে বসে প্রথমে কুশায়ন তার উপরে কাপড়ের আসন পেতে। দেহশুদ্ধ ও আসন শুদ্ধ করে মনকে একাগ্র করে দেহশুদ্ধ, মন্ত্র-ওঁ হরি ওঁ তৎসত (৩) বার ওঁ অপবিত্র। পবিত্রোবা সর্বাবস্থাং গতোস্থপিবা যঃপুরেং পুস্তরীকাক্ষাংস বাহ্যাভান্তরঃ শুচিঃ ওঁ হরি ওঁ সৎসত (ত) বার
আসল শুদ্ধি ওঁ কমলাস নয় নমঃ (৩) বার পরে আসনে ধার পাঠ করিবেন।
মেরুপুষ্ঠঋষিঃ সুতঃ ইন্দ্রঃ কুর্ম্মেদেবতা আসন পরিগ্রাহনে বিলিযোগঃ ওঁ পুথ্বিত্বয়া ধুতা লোকা দেবিত্বং বিষ্ণুনা ধৃত ।।
তৃষ্ণ ধারয় সাং নিতাং পবিত্রং আসনাং করু।
মনকে একাগ্র করে দুই ভ্রাম্মেও মধ্যে এনে নিরব স্থানে শান্ত পরিবেশে ধ্যান করিলে অভ্যাস দ্বারা ধ্যান মগ্ন আসিবে। এই নাম হৃদয়ে ও কন্ঠে স্থান করে নিবে। তাই ধ্যান সাধন ভজন করুন।
সুধীগন আমার অনধিকারস্বর্চ্চার দোষ ত্রæটি মার্জ্জনা করিবেন, আগামীতে আপনাদের সহযোগিতা পাইলে আরও লিখার ইচ্ছা আছে।

লেখক-
গৌর প্রসাদ রায় (বীর মুক্তিযোদ্ধা)
সভাপতি-সেক্টর কমান্ডার ফোরাম, হবিগঞ্জ জেলা শাখা ও সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

]]>
https://meemtvusa.com/2022/08/30/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/feed/ 0
এগিয়ে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, ভাসছেন প্রশংসায় https://meemtvusa.com/2022/08/04/%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81/ https://meemtvusa.com/2022/08/04/%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81/#respond Thu, 04 Aug 2022 21:24:43 +0000 https://meemtvusa.com/?p=5586 বিনোদন প্রতিবেক/ নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘হাওয়া’। এতে আবারও ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয়ে দেখা যাচ্ছে তাকে। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। মুক্তির এক সপ্তাহ পরও এটির সফলতা এগিয়েই যাচ্ছে।

এ প্রসঙ্গে চঞ্চল বলেন, কাজটি অনেক কষ্ট করেই করেছিলাম। তবে এটি দর্শক যে এত আগ্রহ নিয়ে দেখবেন তা আগে ভাবিনি।

এদিকে তাকে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে শিগগিরই। এটির নাম ‘কারাগার’। পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনিম। এতে চঞ্চলের চরিত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু নির্মাতাদ্বয় জানিয়েছেন যে, খুবই ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে এই অভিনেতাকে দেখা যাবে।

এতে চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘কারাগার’ সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। এতে আমার চরিত্রটি আমাকে যথেষ্ট আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য সব কিছু নিখুঁত হতে হয়।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সব কিছু ঠিকঠাক রাখার জন্য এফোর্ট দিতে হয়েছে। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।

আগামী সপ্তাহে এই সিরিজটির ট্রেলার প্রকাশ হবে। এ ছাড়া ১ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয়েছে ‘পিতা বনাম পুত্র’ নামের একটি ধারাবাহিক নাটক। এ ছাড়া সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ষন্ডা পান্ডা’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

]]>
https://meemtvusa.com/2022/08/04/%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81/feed/ 0
শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠান সম্পন্ন https://meemtvusa.com/2022/06/13/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa-%e0%a6%ae%e0%a7%80%e0%a6%ae-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f-%e0%a6%8f/ https://meemtvusa.com/2022/06/13/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa-%e0%a6%ae%e0%a7%80%e0%a6%ae-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f-%e0%a6%8f/#respond Mon, 13 Jun 2022 19:26:28 +0000 https://meemtvusa.com/?p=4998 স্টাফ রিপোর্টারঃ

শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ কামাল আহমদ দূর্জয় এর সভাপতিত্বে ও বিশাদ রুদ্ধের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র-আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি রাকিল আল মাহমুদ, মীম টিভি বড়লেখা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন চৌধুরী, পরিচালক দবিরুজ্জামান দীপু।
অনুষ্ঠানের সম্মাননা পদক ও নগর অর্থ তুলে দেন প্রধান বিচারকমন্ডলী সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযুদ্ধা ভবতোষ রায় বর্মণ।

এসময় তিনি বলেন, সিলেটে এই প্রথম একটি উদ্যোগ গ্রহন করা হয়েছে যা সত্যিই প্রশংসনীয়। গত ১২ এপ্রিল আমাদেরকে একটি সভায় আমন্ত্রণ করে যে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অনেকেই সুচিন্তিত প্রভাব ও মতামত ব্যক্ত করেন। সভায় উল্লেখিত অনেক প্রস্তাব ঘোষণা সন্ধিবেষ্টিত হয় নি। সভায় অনেক প্রস্তাবের মাঝে কিছু প্রস্তাব বিচারকমন্ডীরা আমলে রেখেছেন। এই অনুষ্ঠান প্রথমবারের মতো যতটুকু পরিচালনা করেছেন আগামীতে আশা করি আরও সুন্দর অনুষ্ঠান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব কাজী আয়শা বেগম।

যারা সম্মাননা পদক ও নগদ অর্থ পেলেন তারা হলেন, নির্মাতা এম. এস সুমন, অভিনেতা রাসেল হামিদ, অভিনেত্রী হেলেনা বেগম, সহ-মা অভিনেত্রী রওশন আরা মনি রুনা, সহ-বাবা অভিনেতা অরিন্দম দত্ত চন্দন, খলনায়ক অফজাল হোসেন, শিশু শিল্পি আলেয়া আঞ্জুম।

এছাড়া অন্যান্য পদক ও সার্টিফিকেট পেলেন যারা তারা হলেন, প্রযোজক শাহাদাত হোসেন লুলন, চিত্রনাট্যকার কামরুল চৌধুরী, চিত্রগ্রাহক নুুরুল ইসলাম, রুপসজ্জা সুমন রায়, আলোক প্রক্ষাপন শ্রী পান্ডব পাল, আবহ সংগীত এম রহমান। ইউটুবে সিলেটি নাটক সব প্রচার প্রতিষ্টান গ্রীন বাংলা সম্মাননা পদক প্রধান করা হয়।

মীম টিভি ইউএস এর ব্যবস্থাপনা পরিচালক সুজন আহমদ বলেন, এই অনুষ্ঠানের যারা আমাদেরকে সহযোগীতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীতে অনুষ্ঠানের জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগীতা করবেন বলে আমি আশাবাদী। আগামী অনুষ্ঠান আরও সুন্দরভাবে করতে পারব বলে আমরা আশাবাদী।

এছাড়াও সিলেটী নাটকে যারা দায়িত্বশীল ভূমিকা রাখছেন তাদেরকেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এছাড়া সিলেটের সকল নাট্য ও সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন সিলেট জন প্রিয় নাট্য ও সংস্কৃতি কর্মী সাহেদ মোশারফ (কটাই মিয়া ), অভিনেত্রী তারানা রিয়া, অভিনেত্রী সুভা, অভিনেতা শিপন (মেদছিস আলি) । মীম টিভি পরিবারে সদস্য গীতিকার আহমদ হোসেন খান, মীম টিভি নিয়মিত শিল্পী এস এম মানিক, মীম টিভি অনুষ্টান পরিচালক সুবাস কর, হবিগঞ্জ প্রতিনিধি প্রিয়,বিয়ানীবাজার প্রতিনিধি মুশফাকুর রহমান, সাবেক মীম টিভি সিলেট প্রতিনিধি ওমর আলী, মীম টিভি সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি সহিদুল ইসলাম প্রিন্স, শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ-এর সম্মাননা অ্যাওয়ার্ড সদস্য সচিব আবুল হোসেন , মীম টিভি পরিবার সদস্য আব্দুল ওয়াদুদ সহ সিলেটের সকল নাট্য ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
https://meemtvusa.com/2022/06/13/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa-%e0%a6%ae%e0%a7%80%e0%a6%ae-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f-%e0%a6%8f/feed/ 0
সিলেটে শুরু হলো চারুকলা প্রদর্শনী https://meemtvusa.com/2022/05/25/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa/ https://meemtvusa.com/2022/05/25/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa/#respond Wed, 25 May 2022 20:52:47 +0000 https://meemtvusa.com/?p=4827 জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেটে বুধবার (২৫ মে) থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ২০তম চারুকলা প্রদর্শনী ২০২১। বিকেল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। প্রদর্শনীটি বরেণ্য চারুশিল্পী ও প্রশিক্ষক প্রয়াত অরবিন্দ দাস গুপ্তকে উৎসর্গ করা হয়েছে।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত’র সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সিলেট আর্ট কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় আলোচনা পর্ব শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী চারুশিল্পীদের মধ্যে ৬টি ক্যাটাগরিতে ৬ জন চারুশিল্পীকে পুরস্কৃত করা হয়।

অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর মধ্যে প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন যাকী হোসাইন, চারুকলা সাধারণ বিভাগে ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন যথাক্রমে সাগর দাস, তাহসিব তানভীর চাঁদ ও সৈয়দা রাইদা সাবাহাত দিয়ানাহ এবং শিশু বিভাগে ১ম ও ২য় বর্ষ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন যথাক্রমে তাজবীদ রহমান আয়ান ও রুদ্র রায় রাজ।

জল রং, তৈল রং, প্যাস্টেল, পেন স্কেচ, পেন্সিল স্কেচ, এ্যাক্রেলিক, কালার পেন্সিল, পোস্টার কালার ও রং পেন্সিল মাধ্যমে একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষণার্থীদের অংকিত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি, গ্রামবাংলার দৃশ্যপট, প্রকৃতি, বিখ্যাত মণীষী ইত্যাদি বিষয়ের ৮৫ জন চারুশিল্পীর ১০০টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত দর্শনার্থীদের সংখ্যা ছিল লক্ষ্যণীয়। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি শেষ হবে আগামী ২৯ মে।

]]>
https://meemtvusa.com/2022/05/25/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa/feed/ 0
রোমে বাংলা নববর্ষ ১৪২৯ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তীর বর্ণিল উদযাপন https://meemtvusa.com/2022/05/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%93-%e0%a6%b0/ https://meemtvusa.com/2022/05/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%93-%e0%a6%b0/#respond Tue, 24 May 2022 18:18:54 +0000 https://meemtvusa.com/?p=4777 বাংলাদেশ দূতাবাস, রোমের আয়োজনে ২২ মে ২০২২ খ্রিস্টাব্দ (৮ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ) তারিখে দূতাবাস প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪২৯, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬1তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্যের পরে বাংলা নববর্ষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনের উপর বিশেষজ্ঞআলোচক, বিদেশী বন্ধু ও কম্যুনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা,দূতাবাসের-সদস্য ও শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে বাংলা নববর্ষকেবাঙ্গালি জাতির অসাম্প্রদায়িক চেতনার উৎস এবং একান্তই আমাদের ইতিহাস ও ঐতিহ্যের শাশ্বত বাহক হিসেবে অনন্য এক উদ্‌যাপন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাঙ্গালি জাতির নিজস্ব পঞ্জিকাবর্ষের প্রথম দিনটি নববর্ষ হিসেবে দেশের সাথে সাথে বিদেশেও বর্ণাঢ্যভাবে উদ্‌যাপিত হয়। রাষ্ট্রদূত আহসান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলা নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপনের ঘোষণা প্রদান করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালির ইতিহাস-ঐতিহ্যের সাথে বাংলা নববর্ষের ওতপ্রোত ভূমিকা উপলব্ধি করে বাংলা নববর্ষ ভাতা প্রবর্তন করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উদ্যোগেই বাংলাদেশের রবীন্দ্র চর্চার বিকাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামেও বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে।

 

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-কে বাঙালির জাতীয় জীবনের সাথে সর্বদা প্রাসঙ্গিকউল্লেখ করে তাঁদেরকে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান দুই স্তম্ভএবং বিশ্ব-সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করেন। তিনি আশাপ্রকাশ করেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাইবোনেরাও নববর্ষএবং রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুনপ্রজন্মের মাঝে আবহমান বাংলার সংস্কৃতিকে ছড়িয়ে দিবেন।

বিশেষজ্ঞ আলোচনা পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন রোমে অবস্থিতবিশ্বখ্যাত La Sapienza University of Rome এর অধ্যাপক জর্জিওমিলানেত্তি (Prof. Giorgio Milanetti)। তিনি তাঁর বক্তব্যে সংস্কৃতির বহমানতাকে দেশ-দেশান্তরে ছড়িয়ে দেওয়ার ব্যাপক গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের বিশেষ দায়িত্ব রয়েছে বলে স্মরণ করিয়ে দেন এবং ইতালি ও বাংলাদেশের সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে উভয় দেশের মাঝে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাতক্ষীরায় প্রায় ৫০ বছর যাবত‘ঋশিল্পী’ সংগঠনের সাথে কর্মরত বাংলাদেশী পাসপোর্টধারী ইতালিয়ান দম্পতি (Ms. Graziella Melano ও Mr. Vincezo Falcone) সশরীরে অংশগ্রহণ করেন এবং বাংলা ভাষায় তাদের আবেগ প্রকাশ করেন যা অংশগ্রহণকারীদের গভীরভাবে উদ্বেলিত করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস পরিবারের সদস্যদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ এসো, এসো’ গানটি পরিবেশিত হয়। দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মানস মিত্র, প্রথম সচিব মোঃ সাইফুল ইসলাম এবং সদস্য দিপু অভি সাহার মনোমুগ্ধকর আবৃত্তি ব্যাপকভাবে প্রশংসিত হয়। সবশেষে সুস্মিতা সুলতানার নির্দেশনায় ইতালিতে অবস্থিতপ্রবাসী বাংলাদেশীদের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘সঞ্চারি সংগীতায়ন‘ এরশিশু-কিশোরদের ধারণকৃত একটি মনোজ্ঞ নৃত্য ‘টাকডুম টাকডুম বাজাইবাংলাদেশের ঢোল‘, রবীন্দ্র সংগীত ‘দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে‘ ও নজরুল সংগীত ‘শুকনো পাতার নূপুর পায়ে‘ পরিবেশিত হয়। এছাড়াও ‘নবআনন্দে জাগো আজি নববিকিরণে‘ ও ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর‘ গানদুইটির সাথে নৃত্য পরিবেশন করে প্রবাসী বাংলাদেশী শিশুশিল্পীরা। দিয়া, দিপা, সানজিদা, পুনম, মেঘা, তিলক, স্বপ্ন ও সানিয়ার বর্ণিল পরিবেশনাসকলের মাঝে উৎসবের আমেজ তৈরি করে।

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বাংলাদেশ কম্যুনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, ইতালিয়ান নাগরিক, দূতাবাসের সদস্যগণছাড়াও রোমের University of Tor Vergata এর শিক্ষার্থীরা অংশগ্রহণকরেন।

উল্লেখ্য, কোভিড মহামারীর প্রেক্ষিতে ইতালি সরকার কর্তৃক আরোপিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র দূতাবাসের সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে দূতাবাসে এবং অনলাইন প্লাটফর্ম ZOOM এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

]]>
https://meemtvusa.com/2022/05/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%93-%e0%a6%b0/feed/ 0