সফিক উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসা চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৪, ০২:৩৬
  • 560 বার পঠিত
সফিক উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসা  চতুর্থ বার্ষিকী  ওয়াজ মাহফিল  উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

সফিক উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে সফিক উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসা আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪।

সফিক উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হাফিজুর রহমান জানান, ছয়টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন পাঁচ পারা, ১০ পারা, ১৫ পারা, 20 পাড়া, 25 পাড়া ও 30 পারা। ছয়টি গ্রুপে ১৮ টি পুরস্কার থাকবে । প্রতি গ্রুপে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে । প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯ টা থেকে । প্রতিযোগিতা শেষে দেশী-বিদেশি ওলামায়ে কেরামগণ পুরস্কার বিতরণ ও বয়ান করবেন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খতিব আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী সাহেব, চট্টগ্রাম। হযরত মাওলানা ডাঃ মোঃ ছাফিউর রহমান, সাহেবজাদা বালাউটি । হযরত মাওলানা মুফতী আসহার উদ্দিন সাহেব, আরবি প্রভাষক, চন্দ্রগ্রাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা। হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব চট্টগ্রাম, । হযরত মাওলানা বেলাল হোসাইন আমীনী সাহেব, ইমাম গোলাটিকর জামে মসজিদ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর