যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজ উদ্দিন আহমেদ রমিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন

admin
  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২৩, ০২:৫৬
  • 575 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজ উদ্দিন আহমেদ রমিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজ উদ্দিন আহমেদ রমিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ যুক্তরাষ্ট্র ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরাম যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ২৫ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ডাইভার্সিটি প্লাজায় মিরসরাই সমিতি ইউএসএ ইনক এর সহযোগিতায় ও সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র, মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্রে পড়ুয়া বাংলাদেশি বিভিন্ন শিক্ষার্থী, ও নানা শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। একজন শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে না পারায় দেশটির পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে খুনিদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি দাবি জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরে কর্মস্থল বিপি গ্যাস স্টেশনে ইয়াজ উদ্দিন আহমেদ ওরফে রমিমকে (২২) গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। সেন্টলুইস শহরের পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করে কমিউনিটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছিলেন মেধাবী ছাত্র রমিম। রমিমের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর