স্মাট বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার-এমপি আবু জাহির

admin
  • আপডেট টাইম : মার্চ ০৬ ২০২৩, ২১:৪৭
  • 603 বার পঠিত
স্মাট বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি হয়েছে। শিক্ষার প্রসার ঘটেছে। ধনী-গরিব সকল শ্রেণীর শিক্ষার্থীরা সমান তালে শিক্ষার সুযোগ পাচ্ছে। আগামী দিনে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ‘বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া, আন্তর্জাতিক মানে উন্নীত করা।
তিনি গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলার সুঘরে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, ‘সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নানা উন্নয়ন বাস্তবায়ন করছে। তবে এ সকল উদ্যোগকে শতভাগ কার্যকরের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার বিকল্প নেই।’ এ সময় তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা করার আহবান জানান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সাংস্কৃতি অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহির মিয়া তালুকদার। সহকারী শিক্ষিকা ফারহানা চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হিরো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলা উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আখলাছ আহমেদ প্রিয়সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর