হবিগঞ্জে ইউপি মেম্বারের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ২০:৩০
  • 580 বার পঠিত
হবিগঞ্জে ইউপি মেম্বারের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি \হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার জ্যোতি বিকাশ দাস ছোটনের বিরুদ্ধে সরকারী প্রকল্পের রাস্তার কাজের টাকা আত্মসাত ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ৮ ফেব্রæয়ারী বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
লিখিত সূত্র জানায়, সম্প্রতি উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা ও যুবরাজ দাসের ছেলে ইউপি মেম্বার গ্রামের বড়হাটির লম্বা পথ ও মোড়ল হাটি থেকে পশ্চিম হাটি পর্যন্ত রাস্তা নির্মানের জন্য এলাকাবাসীকে প্রতিশ্রতি দেন। তবে তিনি ব্যক্তিগত সুবিধার জন্য নিজের বাড়ির রাস্তার নামে সরকারী প্রকল্প বাস্তবায়ন করান। এতে বরাদ্দ হয় ৩ টন গম। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। অভিযোগে বলা হয়, মেম্বার ছোটন দাস ওই রাস্তার পুরোপুরি কাজ না করে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে রাস্তার কাজ সম্পন্ন করেছেন। বাকি ১ লাখ টাকা তিনি আত্মসাত করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া ওই মেম্বার পরিবেশের ক্ষতি এবং সরকারী আইন অমান্য করে তার বাড়ির সামনে খাল ভরাট করে রাস্তা তৈরী করেছেন। যে কারণে সেখানে জলাবদ্ধতা সৃষ্টিসহ বর্ষার মৌসুমে নৌকা চলাচলে বিঘœ ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর