হবিগঞ্জে শিশু তিশা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ঘাতকের দায় স্বীকার

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২৩, ২১:৪৭
  • 569 বার পঠিত
হবিগঞ্জে শিশু তিশা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ঘাতকের দায় স্বীকার

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ  \

হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে স্কুলছাত্রী তিশা আক্তার (৯) হত্যা মামলার রহস্য উন্মোচন হয়েছে। সেই সাথে ঘাতক আদালতে স্বীকারোাক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার ২৪ দিন পর সদর থানা পুলিশ এ রহস্য উন্মোচন করেছে। এদিকে, এরকম একটি হত্যার ঘটনার রহস্য উন্মোচন করায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের পুত্র সিরাজুল ইসলাম আব্দাল (১৮) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘাতকের বরাত দিয়ে এসআই মমিন জানান, ১০ জানুয়ারি সকালে নিহত তিশা বাড়ির পাশে খেলছিল। এসময় সিরাজুল ইসলামের ক্রিকেট বল তিশার মাথায় পড়ে। এতে তিশা সিরাজকে গালিগালাজ করে। এক পর্যায়ে সিরাজ হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি বুঝতে পেরে সিরাজ পালিয়ে যায়। এ ঘটনায় তিশার মা বাদি হয়ে সদর থানায় মামলা করলে তথ্য প্রযুক্তি ও স্থানীয় তদন্তে জানা যায়, সিরাজই তাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ও কললিষ্টের সূত্রধরে পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে এবং ওসি গোলাম মর্তুজার তত্ববাধানে গত শুক্রবার রাতে এসআই মমিনুল ইসলাম পিপিএম ও মুজিবুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাও প্রেমপুর গ্রাম থেকে সিরাজুলকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ওসি গোলাম মর্তুজা জানান, হত্যার রহস্য উন্মোচন হয়েছে। অচিরেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর