এমপি হলে বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব-হিরো আলম

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২৩, ০৬:১৭
  • 610 বার পঠিত
এমপি হলে বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব-হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রার্থী হয়েছেন আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচনের জয়ী হয়ে এমপি এবং পরে সুযোগ পেলে মন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।  আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন হিরো আলম। তিনি জানান, মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার তো শেষ নেই। আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হব। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব। হিরো আলম জানান, এমপি হলে বগুড়ায় টিভি সেন্টার বানাব। বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব। বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব।  ভোটে নেমে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান হিরো আলম। ভোটাররা তাকে বিমুখ করবেন না বলেও বিশ্বাস আলোচিত এ অভিনেতার।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে চিত্রনায়িকা মুনমুন সাংবাদিকদের বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। হিরো আলম বললেন, ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’ তিনি শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান। ভোটারদের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের দুঃখ ও কষ্ট সে অনুভব করতে পারবে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান মুনমুন।’

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর