হবিগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে স্কুলছাত্রীর রক্ষা

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৩, ২১:০৪
  • 576 বার পঠিত
হবিগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে স্কুলছাত্রীর রক্ষা

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ৯ম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে গতকাল শুক্রবার কন্যার বাড়িতে হাজির হয়ে বিয়ে ভেঙে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউয়নের শুক্রিবাড়ি এলাকার জনৈক ব্যক্তির মেয়ে আজমিরীগঞ্জ মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার রাত ৮টায় বিয়ে বাড়িতে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুছলেখা নেয়া হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর