হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মহিলা মেম্বারের হাতাহাতি!

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২৩, ২১:৪৪
  • 559 বার পঠিত
হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মহিলা মেম্বারের হাতাহাতি!

হবিগঞ্জ প্রতিনিধি \হবিগঞ্জের বানিয়াচংয়ের মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হন ও একই পরিষদের এক নারী সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। গতকাল বুধবার বিকেলে বানিয়াচং উপজেলা পরিষদের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল হক ও একই পরিষদের ২নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ফাহিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পরিষদের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে কোন বিষয় নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
উপস্থিত লোকজনের দাবি- একে অপরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ হাতাহাতির ঘটনা ঘটে। এ পর্যায়ে নারী সদস্য ফাহিমা আক্তার চেয়ারম্যান শামছুল হকের শার্টের কলার ধরে টানা-হ্যাছড়া করেন।
ইউপি সদস্য ফাহিমা আক্তার বলেন, ‘আমি নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই চেয়ারম্যান শামছুল হক আমাকে নানাভাবে কটাক্ষ করে আসছেন। আমি কেনো চশমা পরি, বোরকা পরি ইত্যাদি নিয়ে নানা সময় কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমন কি ইশারা-ইঙ্গিতে কুপ্রস্তাবও দেন।’
তিনি বলেন, ‘আজ উপজেলায় এসেছিলাম একটি গ্রাম্য বিরোধ নিস্পত্তির জন্য। এখানেও তিনি আমাকে কটাক্ষ করেন। এমনকি উপজেলা পরিষদের বাইরে আসার পর আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক বলেন, ‘আপনি কি শুনেছেন সেটা আপনার বিষয়। সেখানে কোন ঘটনা ঘটেনি।’
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও সদস্যের মধ্যে বিরোধের বিষয়টি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক।’

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর