হবিগঞ্জের আজমির দরবার শরীফে লোক উৎসব অনুষ্ঠিত

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৩, ২০:৫৪
  • 675 বার পঠিত
হবিগঞ্জের আজমির দরবার শরীফে লোক উৎসব অনুষ্ঠিত

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \

হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর (উচাইল) গোলবাগে আজমির দরবার শরীফে লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে গানে গানে লোক উৎসব মুখরিত হয়ে উঠে। ১ম বারের মত বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত বিশিষ্ট লোক কবি- লেখক ও গবেষক শাহ্ মোহিত সরকার লোক উৎসবে এলাকাবাসীর মধ্যে বাধভাঙ্গা উচ্ছাস দেখা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক। শুরুতেই লোক উৎসবের উদ্বোধন করেন শচিন্দ্র কলেজের প্রিন্সিপাল ফরাশ শরিফি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সি.এ মোঃ কদ্দুস আলী মনোহর, জেলা শিক্ষা ও গবেষনা কর্মকর্তা জাকারিয়া স্বাধীন, জেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এম এ ওয়াহিদ প্রমূখ। এতে লোক সঙ্গীত পরিবেশন করেন-বাউল পাগল কবির, বাউল অজয় মিহির দাস জন্মেজয়, বাউল নূরআলম সরকার, বাউল দুলাল পাগলা, বাউল আলম সরকার সিকদার, বাউল দুলাল সরকার, বাউল শামীম সরকার ও শাওন পাগলা, রাত ১১টা থেকে শুরু হয় পালাগান (মালজোড়া) এতে মহানবীর জীবনীতে পালা করেন নেত্রকোনা হতে আগত বাউল শিল্পী হবিল সরকার ও শ্রীকৃষ্ণের জীবনীতে পালা করেন জেলার সুনামধন্য বাউল হরি প্রসন্ন দাস। এতে পালাগান (মালজোড়া) শেষে ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক লোক উৎসবে প্রাণপুরুষ লোক কবি শাহ্ মোহিত সরকারকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। পরে আজ বৃহস্পতিবার ভোরে মুসকিল কোষার শানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর