হবিগঞ্জে আজমির দরবার শরীফে দুই দিন ব্যাপী ওরস শুরু

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৩, ২১:০৮
  • 559 বার পঠিত
হবিগঞ্জে আজমির দরবার শরীফে দুই দিন ব্যাপী ওরস শুরু

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহি উচাইল গোলবাগে আজমির দরবার শরীফের মোস্তফা হাবিলীতে প্রতি বছরের ন্যায় এবারও শাহ সৈয়দ রুকন উদ্দিন বাগদাদী (রহঃ)-এর দুই দিন ব্যাপী বাৎসরিক ওরস শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ওরস শুরু হলে সকাল থেকেই মোস্তফা হাবিলীতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা নারী-পুরুষ ভীড় জমান।
গতকাল রাতে দেখা যায়, ওরসে গরু-ছাগলসহ বিভিন্ন পশু জবাই করে শিরনী বিতরণ করেন ভক্তবৃন্দরা। তাছাড়া মাঠ জুড়ে বসেছে মেয়েদের সাজের জিনিসপত্রসহ নানা মনিহারী দোকানপাট। কনকনে শীত থাকায় দেখা যায় অনেক কাপড়ের দোকানও। কাফেলায় কাফেলায় ভর্তি ছিল মুরিদান ভক্তবৃন্দরা। ওরসে সার্বিক দায়িত্ব পালন করছেন রাজিউড়া ইউনিয়ন চেয়ারম্যান বদরুল করিম দুলালসহ ওরস কমিটির লোকজন। আজ বুধবার রাতে অনুষ্ঠিত হবে লোক উৎসব। এতে সৈয়দ আশিকুর রহমান ও বাধন মোদকসহ খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পরে রাত ১০ টায় পালাগান শেষে বৃহস্পতিবার ফজরের নামাজের পূর্বে মোস্তফা হাবিলীর গদিনিশীন ও সাজ্জাদানশীন পীরজাদা শাহ মোহিত সরকারের মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর