হবিগঞ্জ চশমা ও ঘড়ি মালিক সমিতির আলোচনা সভা

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২৩, ২০:৪৮
  • 563 বার পঠিত
হবিগঞ্জ চশমা ও ঘড়ি মালিক সমিতির আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি \ ঢাকায় আসন্ন চশমা মেলা ‘বাংলা অপ্টিকা ২০২৩ উপলক্ষে দেশব্যাপী প্রস্ততি সভার অংশ হিসেবে হবিগঞ্জ চশমা ও ঘড়ি মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় শহরের আশরাফ জাহানস্থ ফুড ভিলেজে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ চশমা ও ঘড়ি মালিক সমিতির সভাপতি জালাল অপ্টিক্যাল-এর স্বত্ত¡াধিকারী মোঃ নুরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টাইটান আইপ্লাসের স্বত্ত¡াধিকারী মোঃ উজ্জ্বল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মোঃ নুরুল ইসলাম আকু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও প্রচার কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আলী হোসেন, আব্দুল্লাহ আল নোমান, শেখ মোঃ মনির ও হবিগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল জাসপোসের পরিচালক শফিকুল বারী আউয়াল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চশমা ও ঘড়ি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল অপটিকস এন্ড ওয়াচ-এর স্বত্ত¡াধিকারী মোঃ আব্দুল কাইয়ূম, রউফ অপটিক্যাল-এর স্বত্ত¡াধিকারী আব্দুর রহিম শাহীন, শহীদ অপটিক্যাল-এর স্বত্ত¡াধিকারী মোঃ আব্দুস সালাম, এমডি ওয়াচ-এর স্বত্ত¡াধিকারী বিভু দেব, শাহজালাল অপটিক্যাল-এর স্বত্ত¡াধিকারী মোঃ সুমন মিয়া, রেবন অপটিকস এর স্বত্ত¡াধিকারী সঞ্জয় রায়, মন্নান অপটিক্যাল এর স্বত্ত¡াধিকারী গালিবুর রহমান প্রিন্স, মা অপটিকস এর স্বত্ত¡াধিকারী মোঃ আব্দুল আলীম, সৈয়দ অপটিকস-এর স্বত্ত¡াধিকারী মোঃ কাউছার আহমেদ টিপু প্রমূখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, ‘আগামী ১৬,১৭ ও ১৮ ফেব্রæয়ারী ঢাকার কাকরাইল ভিআইপি রোড এলাকায় আই.ডি.ই.বি ভবনে চশমা মেলা অনুষ্ঠিত হবে’। এতে হবিগঞ্জ জেলা চশমা ও ঘড়ি মালিক সমিতির সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহŸান করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর