বাংলা সিডি প্যাপ ওজোনপার্ক নতুন শাখা কাচারি ঘর উদ্বোধন ১৩ জানুয়ারি

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৩, ০৩:১১
  • 597 বার পঠিত
বাংলা সিডি প্যাপ ওজোনপার্ক নতুন শাখা কাচারি ঘর উদ্বোধন ১৩ জানুয়ারি

নিউইয়র্ক সিটিতে হোম হেলথ কেয়ার সার্ভিসের  মালিকানাধীন বাংলা সিডিপ্যাপ এবং অ্যালেগ্রা হোম কেয়ার সুনামের সাথে চালিয়ে যাচ্ছে বয়স্কদের সেবা কার্যক্রম। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান দু’টির লোকাল এবং প্রধান কার্যালয় জ্যাকসন হাইটসের ব্রডওয়েতে। বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার ব্রুকলীনের ওজোন পার্কের বয়স্কদের সেবায় সেখানে চালু করতে যাচ্ছে নতুন শাখা।  ১৩ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে নতুন অফিসটি। বাংলাদেশী অধ্যুষিত ওজোন পার্কের প্রাণকেন্দ্র ১১২৭ লিবার্টি এভিন্যুতে প্রতিষ্ঠানটি নতুন শাখার নামকরণ করা হয়েছে ‘কাচারি ঘর।

ওজোন পার্ক শাখা প্রসঙ্গে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী  বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেন, স্থানীয় বাংলাদেশী বয়স্কদের দোড়গোঁড়ায় সেবা পৌছে দেয়ার উদ্দেশ্যেই চালু করা হচ্ছে নতুন এই শাখা। তিনি বলেন, অফিসিয়াল কার্যক্রমের পাশাপাশি গ্রাহকগণ যাতে স্বাচ্ছ্বন্দ বোধ করেন সে বিষয়টি নিশ্চিত করতেই সেখানে বিশেষ ব্যবস্থা থাকবে। এজন্যই শাখার নামকরণ করা হয়েছে ‘কাচারি ঘর।’ স্থানীয় বাংলাদেশী আমেরিকানদেরকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা  আবু জাফর মাহমুদ। তিনি মনে করেন, মানুষ মানুষের জন্য, দেশ প্রেম স্বদেশের জন্য।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর