হবিগঞ্জে ঐতিহ্যবাহী পৌষ মেলায় মানুষের ঢল

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ২০:৫৮
  • 591 বার পঠিত
হবিগঞ্জে ঐতিহ্যবাহী পৌষ মেলায় মানুষের ঢল

হবিগঞ্জ প্রতিনিধি \ বানিয়াচঙ্গে হাজারো বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়েছে। বড়বাজারস্থ শহীদ মিনার, জীপ স্ট্যান্ড, মুক্তিযোদ্ধা চত্বর, শাহজালাল মার্কেট এলাকায় বৃহস্পতিবার এ মেলার আয়োজন করা হয়। প্রতিবছর পৌষের শেষ তিনদিন তিন স্থানে এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও এবার সইদ্দরটুলা ছান্দে সংঘটিত সংঘর্ষের কারণে এলাকায় বিরোধ থাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে মাতাপুর মাঠে মেলা হবেনা। ফলে এবছর দুইদিন দুই স্থানে মেলা হবে। বড়বাজারের পর শুধু কালীবাড়ি প্রাঙ্গণের মেলা হবে। মেলা উপলক্ষে নাগরদোলা, বায়স্কোপ, শিশুদের বিভিন্ন খেলনা, নারীদেরই প্রসাধনী, লাঠি, মুড়িমুড়কিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিসপত্রের পসরা বসানো হয়েছে। মেলাকে ঘিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বয়সী নারী-পুরুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে শিশুদের মধ্যে বাধভাঙ্গা আনন্দ বিরাজ করছে। মেলায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য নেতৃবৃন্দ। প্রতিবছরের ন্যায় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে বড়বাজারের মেলা ডাক দেয়া হয়েছে। এছাড়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে কালীবাড়ির মেলার ডাক দেয়া হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর