হাসপাতালের বারান্দায় ঠান্ডায় কাঁপছেন শতবর্ষী বৃদ্ধ \দেখার কেউ নেই

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৩, ২১:০২
  • 566 বার পঠিত
 হাসপাতালের বারান্দায় ঠান্ডায় কাঁপছেন শতবর্ষী বৃদ্ধ \দেখার কেউ নেই

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \

শতবর্ষী গর্ভধারিনী এক মা হবিগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নিয়েছেন। গত ৩ দিন ধরে তিনি না খেয়ে ২৫০ শয্যা হাসপাতালের নিচে বারান্দায় পড়ে আছেন। কনকনে শীতে তার পরনে একটি কাপড় ছাড়া অন্যকিছু ছিলো না। কেউ একজন তাকে একটি কম্বল দিয়ে যান। এই কম্বল নিয়েই তিনি পড়ে আছেন। হাসপাতাল থেকে খাওয়া তো দূরের কথা তাকে ভর্তি পর্যন্ত করা হচ্ছে না। তার পাশে থাকা বেশ কয়েকজন বলেন, এক ফোটা দুধের দাম, কাটিয়া শরীরের চাম, তবুও মায়ের ঋণ শোধ করা যায় না। যে মাসে ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে পুত্রসন্তান জন্ম দিয়েছেন সেই পুত্রই নাকি তার খবর নেয় না। গতকাল রাত ৮টায় এ প্রতিনিধি সরেজমিনে মহিলার কাছে গেলে তিনি শীতে কাপতে কাপতে আক্ষেপ করে বলেন, তার নাম আঙ্গুরা খাতুন, বয়স প্রায় ১০৫। স্বামী মরহুম জিতু মিয়া। গ্রাম শায়েস্তানগর। পুত্রের নাম ফরিদ মিয়া। তিনি ৩ দিন ধরে এখানে পড়ে আছেন। কেউ দেখতে আসেনি। হাসপাতাল তাকে ভর্তিও করে না। তিনি না খেয়ে আছেন। তিনি প্রশাসনসহ বিত্তশালীদের এ প্রতিনিধির মাধ্যমে সহযোগিতা কামনা করছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর