হবিগঞ্জ শহরে জালিয়াতি করে ড্রাইভিং লাইসেন্স করায় ১ ব্যক্তি আটক

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২২, ১৯:৪৭
  • 566 বার পঠিত
হবিগঞ্জ শহরে জালিয়াতি করে ড্রাইভিং লাইসেন্স করায় ১ ব্যক্তি আটক

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ\

হবিগঞ্জ শহরে অর্থের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করার নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়,শহরের কোর্ট মসজিদ মার্কেটে দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে ড্রাইভিং লাইসেন্স গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন নাসির উদ্দিন। বিষয়টি জানতে পেরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে ওই মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স ইস্যুর নামে সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও লাইসেন্স সংক্রান্ত গোপনীয় কাগজপত্র জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় নাসির উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক দেবানন্দ সিনহাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর