হবিগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২২, ২০:১৩
  • 563 বার পঠিত
হবিগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের মাধবপুরে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিজগিজ করছে ডায়রিয়ার রোগীতে। শনিবার সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত অনেককেই চিকিৎসা নিতে দেখা যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে স্থান সংকুলান না হওয়ায় ফ্লোরেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ৪ দিনে ৬৯ জন ডায়রিয়া রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২১ ডিসেম্বর ২২ জন, ২২ ডিসেম্বর ১০ জন, ২৩ ডিসেম্বর ১৫ জন এবং ২৪ ডিসেম্বর ২২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ভর্তিকৃত রোগীদের স্যালাইন, এন্টিবায়োটিক ও প্রয়োজনীয় অন্যান্য ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে এবং ওষুধের কোনো সংকট নেই বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুশরাত জাহানর জানিয়েছেন। হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারন কী এমন প্রশ্নে ডাঃ নুশরাত বলেন, মুলত ঠান্ডাজনিত কারনেই ডায়রিয়ার বিস্তার ঘটেছে। তিনি সবাইকে সতর্ক থাকার বিশেষ করে ছোট শিশুদের বাড়তি যতেœ রাখার পরামর্শ দিয়েছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর