ফখরুল-আব্বাসের বিরুদ্ধে যেসব অভিযোগ

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২২, ১৯:৫৯
  • 577 বার পঠিত
ফখরুল-আব্বাসের বিরুদ্ধে যেসব অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

রোববার তাদের আইনজীবী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তাদের গ্রেফতার করার কথা জানান।

পল্টন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর কথা জানিয়ে হারুন সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগটা হলো, তারা পুলিশের ওপর বর্বোরিচত হামলায়, ককটেল নিক্ষেপের উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা এটা পেয়েছি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর