শহরে আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের কমিটি

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ২০:৪৯
  • 587 বার পঠিত
শহরে আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের কমিটি

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \
আগুণে পুড়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল রুবেল আহমেদের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’কে প্রধান করে এ কমিটি গঠন করে হবিগঞ্জ জেলা পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পুলিশ সুপার বলেন, ২০১১ সালে চাকরিতে প্রবেশ করেন রুবেল। তার মরদেহ সকল আইন প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুণের সুত্রপাত হতে পারে। তবে তদেন্তর পর বিস্তারিত জানা যাবে।
এর পুর্বে মঙ্গলবার ভোরে হবিগঞ্জ শহরের ২নং পুল এরাকায় ঘুমন্ত অবস্থায় আগুণে পুড়ে মৃত্যু হয় ট্রাফিক কনস্টেবল রুবেল আহমেদের। এতে আরো ৩ জন পুলিশ সদস্য অগ্নিদগ্ধ হয়ে আহত হন। রুবেল আহমেদ হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়নের গৌরিশংকর গ্রামে। রুবেল আহমেদসহ কয়েকজন পুলিশ সদস্য শহরের ২নং পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর