হবিগঞ্জ মুক্ত দিবস আজ

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২২, ২০:৩৬
  • 620 বার পঠিত
হবিগঞ্জ মুক্ত দিবস আজ

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ\
আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর মোঃ আব্দুস শহীদের নেতৃত্বে ৩৩ জন মুক্তিযোদ্ধা প্রথম হবিগঞ্জ শহরে প্রবেশ করে অস্ত্র উচিয়ে হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন। শহরবাসী বাংলার দামাল মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানায়। তারা জয় বাংলা ¯স্লোগান দিয়ে মুক্ত হবিগঞ্জ শহরের রাস্তায় নেমে এসে বিজয়ের উল্লাস প্রকাশ করে। ১৯৭১ সালে সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে ছিল ৩ নম্বর সেক্টর। এই সেক্টরের দায়িত্ব পালন করেন মেজর শফিউল্লাহ। তার নেতৃত্বে হবিগঞ্জের সীমান্ত এলাকার দুর্গম অঞ্চলগুলোতে পাকিস্তানিদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংঘটিত হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী জেলা শহরের কাছাকাছি এসে পৌঁছায়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক জানান, আজ হবিগঞ্জ মুক্ত দিবস আমাদের জন্য একটি উৎসবের দিন। আজকের এই দিনটি আমি সরকারী ভাবে পালনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানাই। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মোঃ আব্দুস শহিদ জানান, ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত হয়। হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে সকাল ১০টার দিকে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা রয়েছে। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবে। তিনি বলেন, ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত হলেও মূলত ২৮ নভেম্বর রাতে পাক বাহীনির সাথে আমাদের তমুল যুদ্ধ হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর