আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোতে পোল্যান্ড

admin
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২২, ২২:৩৯
  • 582 বার পঠিত
আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোতে পোল্যান্ড

আর্জেন্টিনার জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচে প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে আলবিসেলেস্তেদের বড় একটা ভয়ই দেখিয়েছিলেন পোল্যান্ড গোলরক্ষক।

তবে আর্জেন্টিনা সে ভয়, সে শঙ্কা উড়িয়ে দিয়েছে দ্বিতীয়ার্ধের পারফর্ম্যান্সে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর ইউলিয়ান অ্যালভারেজের দারুণ দুটো গোলে জয় তুলে নিয়েছে ২-০ গোলে।

তাতে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করে ফেলল মেসির দল।একইসঙ্গে ম্যাচে হেরেও নকআউট পর্বে ঠাঁই পেয়ে গেল পোল্যান্ড।

অসংখ্য আক্রমণ করেও প্রথমার্ধে ভয়চেখ স্ট্যাসনির দেয়াল ভাঙতে পারল না আর্জেন্টিনার তারকাসমৃদ্ধ আক্রমণভাগ।

পেনাল্টি মিস করে সবচেয়ে বড় হতাশার জন্ম দিলেন অধিনায়ক নিজেই। তবে এই আর্জেন্টিনা তো ভেঙে পড়ার দল নয়। প্রমাণ মিলল দ্বিতীয়ার্ধ শুরু হতেই।

আলেক্সিস মাক আলিস্তের গোলে মিলল দিশা। হুলিয়ান আলভারেসের গোলে লাগাম এলো হাতে। সব শঙ্কা দূর করে নকআউটে পর্বে পা রাখল লিওনেল স্কালোনির দল।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। শুধু শেষ ষোলোর টিকেটিই নয়, দারুণ এই জয়ে গ্রুপ সেরাও হয়েছে আর্জেন্টিনা।

এ গ্রুপের আরেক ম্যাচে সৌদি আরবকে হারায় মেক্সিকো।এর ফলে গ্রুপ পর্যায়ে দল দুটির অবস্থান দাঁড়ায় যথাক্রমে সৌদি আরব চতুর্থ এবং মেক্সিকো তৃতীয়। এ কারণেই আর্জেন্টিনার কাছে হেরেও ভাগ্য খুলে গেছে পোল্যান্ডের।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর