অবশেষে চক্রের মূলহোতা রিপন র‌্যাবের জালে বন্দি

admin
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২২, ২২:৩২
  • 589 বার পঠিত
অবশেষে চক্রের মূলহোতা রিপন র‌্যাবের জালে বন্দি

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ  \

একটি মোটর সাইকেল চুরি করতে সময় লাগে মাত্র ১ মিনিট। ১ মিনিটেই কারবার সারা। সম্প্রতি হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা সিসি টিভির ফুটেজে ধরা পড়ে। যাতে দেখা যায় চোঁখের পলকেই মোটর সাইকেলের লক ভেঙে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে চোরের দল। এমন কয়েকটি ঘটনা গত কয়েক সপ্তাহে ধরা পড়লেও বড় ধরণের কোন অভিযান পরিচালনা করতে পারেনি পুলিশ। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে চক্রের মূলহোতারা। উদ্ধার করা যায়নি চুরি হওয়ার মোটর সাইকেলও। যা নিয়ে শহরের মোটর সাইকেল চালকদের মধ্যে দেখা দেয় চোর আতঙ্ক। যদিও অবশেষে জনমনে স্বস্থি নেমেছে। র‌্যাবের জালে বন্দি হয়েছে হবিগঞ্জ শহরের সবছেয়ে বড় মোটর সাইকেল চোর চক্রের হোতা রিপন। বুধবার ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার সম্ভুপুর রোল লাইন বস্তি এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মিয়া (৩০) কে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত রিপন মিয়া হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের মৃত নুর আলীর পুত্র।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান। তিনি জানান, রিপন মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা। তার নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে একাধিক মোটর সাইকেল চুরি সংঘঠিত হয়। তার বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। সে একাধিকবার জেলও কেটেছে। রিপনসহ তার চক্রের সদস্যরা মাত্র ১ মিনিটের মধ্যে মোটর সাইকেলের লক আনলক করে চুরি করে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সাইকেল উদ্ধারে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর