হবিগঞ্জে ২৫ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আল খায়ের ফাউন্ডেশনের সহায়তার চেক হস্তান্তর ও খাদ্য সামগ্রী প্রদান

admin
  • আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২২, ২১:১৯
  • 588 বার পঠিত
হবিগঞ্জে ২৫ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আল খায়ের ফাউন্ডেশনের সহায়তার চেক হস্তান্তর ও খাদ্য সামগ্রী প্রদান

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ

\ হবিগঞ্জে ৪টি মাদ্রাসার ২৫ শিক্ষার্থীদের মাসিক সহায়তার ৩ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর ও খাদ্য সামগ্রী প্রদান করেছে আল খায়ের ফাউন্ডেশন। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব চেক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আল খায়ের ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাউছার আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘কোরআন শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা গ্রহন করতে হবে। পড়াশুনার মাধ্যমে প্রমাণ করতে হবে বিজ্ঞান ভিত্তিক ধর্ম ইসলাম। সকলের মাঝে অক্ষর জ্ঞান থাকতে হবে। আমাদের সুন্দর দেশ গড়তে হলে সর্বোপুরী শিক্ষা গ্রহন করে প্রযুক্তি বিষয়ক জ্ঞান লাভ করতে হবে। তাছাড়া প্রধান অতিথি মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআনের পাশাপাশি সকল বিষয়ে জ্ঞান দিতে শিক্ষকদের প্রতি আহŸান করেন। বাচ্চাদের অল রাউন্ডার হিসেবে গড়ে তুলতে যতœ সহকারে পাঠদান করার কথাও বলেন তিনি। পরে প্রত্যেক শিক্ষার্থীকে ১৩ হাজার টাকা করে ২৫ জনকে ৩ লাখ ২৫ হাজার টাকার চেক ও হরলিক্স ও দুধ তুলে দেন জেলা প্রশাসক।
আল খায়ের ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাউছার আহমেদ বলেন, ‘জেলার ৪টি মাদ্রাসার এতিম, অসহায় ও দরিদ্র পরিবারের ২৫ মাদ্রাসা শিক্ষার্থীর বেতনসহ যাবতীয় খরচ প্রদান করে আসছে আল খায়ের ফাউন্ডেশন। তাদেরকে প্রত্যেকে প্রতি মাসে ১৭শ ৫০ টাকা, পোষাক, শিক্ষা সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিস পত্র প্রদান করা হচ্ছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর