ভেনিসে উৎসবে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

admin
  • আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২২, ২১:১৮
  • 588 বার পঠিত
ভেনিসে উৎসবে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালির জলকন্যা ভেনিস বাংলা স্কুলের ১৭ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে মেতেছিলন অভিবাসী বাংলাদেশিরা। উৎসবে কমিউনিটির সুধীজন থেকে শুরু করে সব স্তরের মানুষের মিলনমেলা বসেছিল মেস্ত্রের স্থানীয় একটি হলরুমে।

বাংলা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা মেতেছিলেন উৎসবের আমেজে। সবাই সেজেছিলেন বাহারি পোশাকে। শিশুদের উৎসাহ উদ্দীপনায় গোটা উৎসব যেন বহুমাত্রিক আনন্দে রূপ নেয়।

ভেনিস বাংলা স্কুলের অভিভাবকদের তৈরি দেশি পিঠা সাজানো হয়েছিল সবার জন্য। স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তৃতা রাখেন কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলা স্কুলের ১৭ বছরের ইতিহাস তুলে ধরেন সিনিয়র সহসভাপতি এমডি আকতার উদ্দিন।

সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় কুরআন থেকে তিলাওয়াত এবং কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক পলাশ রহমান, নাসির উদ্দীন পান্না, হান্নান মিয়া, রুনু আক্তার, জাকির হোসেন সুমন, মোহাম্মাদ উল্লাহ সোহেল, সুরাইয়া আক্তার, আসিক পলস, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি, সোহানুর রহমান উজ্জ্বল, শহিদুল ইসলাম সুজন, ফকরুল চৌধুরী, সুমন সরকার, আফাই আলী, রিয়াজুর ইসলাম, কামরুজ্জামান উজ্জ্বল লিটন মিয়াসহ অনেকে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইতালিয়ান স্কুলের শিক্ষিকাসহ মিডিয়া কর্মীরা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর