রাশিয়া সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ইউক্রেন নিয়ে শান্তির বার্তা

admin
  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২২, ২১:৩৯
  • 593 বার পঠিত
রাশিয়া সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ইউক্রেন নিয়ে শান্তির বার্তা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর দুই দিনের সফরে রাশিয়া আছেন। উপ-প্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মান্টুরভ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। পুতিনের সঙ্গে জয়শংকরের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এছাড়া আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সমস্যা মিটিয়ে শান্তি স্থাপনের অনুরোধ করবে ভারত। আগামী ১৫-১৬ নভেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেবে ভারত, রাশিয়া, আমেরিকাসহ নানা দেশ। সেখানে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কীরকম অবস্থান নেয়া হবে, সেই বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে। খবর হিন্দুস্তান টাইমসের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে। সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করবে দুই দেশ। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বরাবরের মতোই আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলতে অনুরোধ করবে ভারত। তবে বৈঠকে কী আলোচনা হতে পারে, তা নিয়ে আগে থেকে কিছু অনুমান করা যায় না। পরের সপ্তাহেই জি-২০ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই সম্মেলনেই প্রথম বার মুখোমুখি হবেন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জয়শংকর সর্বশেষ গত বছরের জুলাই মাসে রাশিয়া সফর করেছিলেন, যার পরে এপ্রিলে লাভরভ ভারত সফর করেছিলেন। বেশ কয়েকটি পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান অস্থিরতা সত্ত্বেও গত কয়েক মাসে ভারত রাশিয়া থেকে ছাড়ের অশোধিত তেলের আমদানি বাড়িয়েছে। ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর জয়শংকর এবং লাভরভ ইতিমধ্যে চারবার দেখা করেছেন।

তবে যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম মস্কো সফর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বরাবর নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে নয়াদিল্লি। কিন্তু একই বৈঠকে রাশিয়া ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি হয়ে কীভাবে নিজের অবস্থান বজায় রাখবে ভারত, সেই কৌশল ঠিক করতেই এই সফর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর