হবিগঞ্জে রাস্তার বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

admin
  • আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২২, ১৯:৫২
  • 598 বার পঠিত
হবিগঞ্জে রাস্তার বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি \হবিগঞ্জের  লাখাইয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে ইসাক মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসাক মিয়া উপজেলার বামৈ পুর্ব গ্রামের
মৃত হাজী রহমান মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, বামৈ পুর্ব গ্রামের শের আলী মেম্বার ও শাহ আলম গোলাপের মধ্যে দীর্ঘদিন যাবত একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইসাক মিয়া নামে এক ব্যক্তি সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টাকালে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাখাই থানার (ওসি) নুনু মিয়া বলেন, বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর