পদদলিত হয়ে দক্ষিণ কোরিয়ায় ১৪৬ জন নিহত

admin
  • আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২২, ২১:৩৮
  • 630 বার পঠিত
পদদলিত হয়ে দক্ষিণ কোরিয়ায় ১৪৬ জন নিহত

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবের একটি অনুষ্ঠানে শনিবার পদদলিত হয়ে ১৪৬ জন মানুষ নিহত হয়েছেন। খবর বিবিসির ৷

রাজধানী সিউলের ইতায়ুনের একটি সরু গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। বলা হচ্ছে সরু গলিতে অত্যাধিক মানুষ জড়ো হয়ে যান৷ তখন সেখানে অনেকে চাপা পরে নিহত হন ৷ প্রথমে মৃতের সংখ্যা ৫৯ জন বলা হলেও পরবর্তীতে জানানো হয় ১০০ জনেরও বেশি মানুষ এ ঘটনায় প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন আরও ১২০ জন। এরপর পরবর্তী আপডেটে জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে ৷ কি কারণে এ পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি৷ তবে ঘটনাস্থলে একজনের ওপর আরেকজনকে মৃত অবস্থায় দেখা যায় ৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ ঘটনার পর জরুরি সভা ডেকেছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর