হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ২ লাখ টাকা জরিমানা

admin
  • আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২২, ২০:৫২
  • 607 বার পঠিত
হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ২ লাখ টাকা জরিমানা

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \

হবিগঞ্জে  চুনারুঘাট উপজেলার ঘরগাও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদÐ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মÐল ওই এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদÐ প্রদান করেন।
জানা যায়, উপজেলার ঘরগাও এলাকায় নদীর তীর ক্ষতিগ্রস্থ করে দীর্ঘদিন ধরে অর্থদÐ প্রাপ্ত আব্দুর রহিম অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল ওই এলাকায় অভিযান চালান জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মÐল। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুর রহিমকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেন এবং প্রায় ৪৫ হাজার ঘনফুট অবৈধ বালু এবং চারটি ড্রেজার মেশিন জব্দ করেন। অভিযানের সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার ও পুলিশের একটি টিম সহযোগিতকা করে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর