খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে

admin
  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২২, ২১:০৭
  • 583 বার পঠিত
খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ  \

চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিতে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হওয়ায় খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত নদীর পানি বাল্লা পয়েন্টে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে শহর এলাকায় ৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে। তিনি বলেন, ‘বাল্লা সীমান্তে পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে থাকলেও ভয়ের কিছু নেই। কারণ সেখানে বাঁধ শক্তিশালী আছে। এছাড়া বর্তমানে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। তাই আশা করছি পানি আর বাড়বে না। গতকাল রাত থেকেই পানি কমতে শুরু করবে বলেও জানান তিনি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর