হবিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডিআইজি মফিজ উদ্দিন

admin
  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২২, ২০:৫৯
  • 587 বার পঠিত
হবিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডিআইজি মফিজ উদ্দিন

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ\

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দ‚র্গাপ‚জা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘœ করতে হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন প‚জা মন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টায় হবিগঞ্জ পৌর শহরে ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। পরে রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন প‚জা মন্ডপ সরজমিনে পরিদর্শনকালে প‚জামÐপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপ‚জার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৪টায় জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীসহ দলীয় নেতাকর্মী। এরপর সন্ধ্যা ৭টায় আজমিরীগঞ্জ পৌরসভার রামকৃষ্ণ মিশনে পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি মফিজ উদ্দিন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর