বেঈমান ও বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে-এমপি আবু জাহির

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২২, ২০:৪১
  • 586 বার পঠিত
বেঈমান ও বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, বেঈমান ও বিশ্বাসঘাতকদের কারনেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে। আমরা আর শেখ হাসিনাকে হারাতে চাই না। তাই আমাদের সবাইকে বেঈমান ও বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের চারপাশে অনেকেই আছে যারা দলের নীতি এবং দলীয় প্রতীক নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করে এখন আবার বড় নেতা হওয়ার চক্রান্ত করছে। দলীয় নীতি ও আদর্শ মেনেই আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হবে।
গতকাল বুধবার রাতে হবিগঞ্জ পৌর মিলনায়তনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী ও ৭৬তম জন্মদিনের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবং আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, এডভোকট মনোয়ার আলী,আকরাম আলী, ডা. অসিত রঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, উপদেষ্ট ডা. নাজরা চৌধুরী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডা. দেবপদ রায়, মিজানুর রহমান শামীম, এডভোকেট আতাউর রহমান, এডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, আবুল কাশেম, হাবিব খান,ফেরদৌস আহমেদ, এডভোকেট সুবীর রায়, এডভোকেট দেবাংশু দাশগুপ্ত রাজু, এডভোকেট নারদ গোপ, আব্দুর রহিম, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্বপন লাল বণিক, জিতু মিয়া চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক গৌতম আচার্য্য, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শেখ মামুন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট ফয়জুল বশীর চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক, ডা. ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর