হবিগঞ্জে অগ্রনী ব্যাংকের টাকা চুরির আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২২, ২১:১১
  • 632 বার পঠিত
হবিগঞ্জে অগ্রনী ব্যাংকের টাকা চুরির আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ

হবিগঞ্জ প্রতিনিধি \ অগ্রণী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং লস্করপুরের নতুন বাজার শাখার সাড়ে ১৩ লাখ টাকা চুরির অভিযোগে আটক মোঃ ঈমান আলী (৩২)কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এতে টাকা চুরির ঘটনায় তার কাছ থেকে গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়া গেছে। গত ১৯ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে প্রেরিত হবিগঞ্জ সদর মডেল থানার এস আই মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ঈমান আলীকে কারাগারের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ডের জন্য পুলিশ আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ সেপ্টেম্বর ১ দিনের রিমান্ডে এনে জেলা কারাগারে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এতে সে টাকা চুরির ঘটনায় গুরুত্ব পূর্ণ্য তথ্য দেয়। তাছাড়া তাকে জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে অন্যান্য লোকজন জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া যায়। এমতাবস্থায় মামলার রহস্য উদঘাটন, জড়িত অন্যান্যদের গ্রেফতার ও চোরাইকৃত টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আসামী ঈমান আলীকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন বলে আদালতকে জানায় পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেড হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া নতুন বাজার শাখার সাড়ে ১৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ওই ব্যাংকের ক্যাশিয়ার মোঃ আবু সুফিয়ান লিটন বাদি হয়ে বনগাও গ্রামের জমসের উদ্দিনের ছেলে মোঃ ঈমান আলীকে আসামী করে সদর থানায় মামলা দেন। এরপর থেকে আসামী ঈমান আলী পালিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লস্করপুর ইউনিয়নের বনগাও নিজবাড়ি থেকে ঈমান আলীকে আটক করে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর