লস্করপুরে বিট পুলিশিং সভা ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২২, ২০:২৬
  • 593 বার পঠিত
লস্করপুরে বিট পুলিশিং সভা ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ \

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা ও বিভিন্ন পূজা মÐপ পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে লস্করপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। লস্করপুর ইউনিয়নের বিট পুলিশ এসআই হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার এসআই সুকোমল ভট্টাচার্য্য, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। তাছাড়া সভায় লস্করপুর ইউনিয়নের ৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোর্তুজা বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনে সকলকে এগিয়ে আসতে। পূজাকে কেন্দ্র করে তৎপর ভূমিকায় রয়েছে সদর থানা পুলিশ। পূজায় যাতে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এবং আইন শৃংখলার অবনতি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে’। পরে সদর থানা পুলিশ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সুঘরে কালিমন্দির পূজা মন্ডপ ও হামিদপুরে জগৎমাতা পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর