শুরু হয়েছে মীম টিভি ‘সিলেট আইডল’-২০২২ সংগীত প্রতিযোগিতা

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২২, ২২:২৬
  • 694 বার পঠিত
শুরু হয়েছে মীম টিভি ‘সিলেট  আইডল’-২০২২ সংগীত প্রতিযোগিতা

মীম টিভি ডেস্ক \ সিলেট বিভাগীয় পর্যায়ে শুরু হয়েছে মীম টিভি ইউএসএ ‘সিলেট আইডল’-২০২২ এর সংগীত প্রতিযোগিতা। গত ৬ সেপ্টেম্বর থেকে বিভাগের ৪টি জেলা জুড়ে চলছে এর রেজিস্ট্রেশন কার্যক্রম। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগীত চর্চা ও গানের একাডেমী থেকে যে কোন বয়সের শিল্পীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু তাই নয়, প্রতিযোগীরা নিজেদের পছন্দ অনুযায়ী গান পরিবেশন করতে পারবেন বলে জানিয়েছে মীমটিভি ইউএসএ কর্তৃপক্ষ। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এরপর কোন প্রতিযোগি ইচ্ছে করলে অংশ গ্রহন করতে পারবেন না। রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে নির্ধারিত সময়ে জেলা ভিত্তিক প্রাথমিক বাছাই (অডিশন রাউন্ড) অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি জেলার ১ জন স্থানীয় বিচারক ও মীমটিভি’র পরিবারের পক্ষ থেকে ১ জন বিচারক দায়িত্ব পালন করবেন। অডিশন রাউন্ডে প্রতিটি জেলা থেকে ১০ জন করে প্রতিযোগি বাছাই করা হবে। তাদের নিয়ে বিভাগীয় পর্যায়ে কয়েকটি রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে সেরা ৩ জনকে বাছাই করা হবে। এর মধ্যে সেরা ১ম জনকে নগদ ৩০ হাজার ও সনদ পত্র, সেরা ২য় জনকে নগদ ২০ হাজার ও সনদ পত্র ও সেরা ৩য় জনকে নগদ ১০ হাজার ও সনদ পত্র প্রদান করা হবে। তাছাড়া ৪টি জেলা থেকে অংশগ্রহনকারী ৪০ জন প্রতিযোগির মধ্যে সেরা ১০ জনকে মীমটিভি’র পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সিলেট আইডল ২০২২ সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলী তুলে ধরা হল, প্রতিযোগীরা মীম টিভির ওয়েব সাইটে গিয়ে- https://meemtvusa.com/online-registration/আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদন কপি, ছবি প্রতিযোগীতার দিন নিয়ে আসতে হবে। ১। প্রত্যেক প্রতিযোগিকে অবশ্যই সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২। প্রতিযোগিতায় যে কোনো বয়সের প্রতিযোগি অংশ গ্রহন করতে পারবেন। ৩। সিলেট বিভাগের প্রতিটি জেলায় প্রাথমিক বাছাই (অডিশন রাউন্ড) অনুষ্ঠিত হবে। ৪। প্রত্যেক জেলা থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে কয়েকটি রাউন্ড অনুষ্ঠিত হবে। ৫। প্রতিযোগিদের প্রতিটি রাউন্ডে অংশগ্রহণের জন্য কোনো টিএ-ডিএ প্রদান করা হবেনা। তবে কোনো মহড়া রাউন্ড হলে সে ক্ষেত্রে শুধুমাত্র খাওয়ার ব্যবস্থা থাকবে। ৬। প্রয়োজন সাপেক্ষে এ প্রতিযোগিতার যে কোনো রাউন্ড সিলেট বিভাগের যে কোনো জেলা বা উপজেলায় অনুষ্ঠিত হতে পারে। ৭। প্রতিযোগিতার সকল ক্ষেত্রে বিচারক মন্ডলীর রায় চূড়ান্ত বলে গণ্য হবে। ৮। সিলেট আইডল প্রতিযোগিতার পুরো রাউন্ড মীম টিভি ইউএসএ এর প্রতিযোগিতা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর