লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বন্ধু বলল ইসরাইল

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২২, ২১:৩০
  • 624 বার পঠিত
লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বন্ধু বলল ইসরাইল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে লিজ ট্রাস। সোমবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইসরাইলের প্রেসিডেন্ট ইয়ার লাপিড তাকে ইসরাইলের সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করেছেন। জেরুজালেম পোস্ট সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইয়ার লাপিড বলেন, আমার নতুন বন্ধু, ইসরাইলের সত্যিকারের বন্ধু লিজ ট্রাসকে আমি অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘একটি উন্নত ভবিষ্যতের জন্য যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের দেশের জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লিজ ট্রাস।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা শুরু করেন।

এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন।

সব প্রক্রিয়া শেষ করে অবশেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর