কোন পথে জামায়াত আর জাতীয় পার্টি ?

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২২, ১৮:১৬
  • 614 বার পঠিত
কোন পথে জামায়াত আর জাতীয় পার্টি ?

ইয়াহহিয়া নয়ন:
যুদ্ধের দরুণ বৈশ্বিক মন্দা, জ্বালানীসহ নিত্যপণ্য মুল্যের উর্ধ্বগতি এখন সরকারের পক্ষে জনমত পক্ষে ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও আশার কথা পদ্মাসেতু চালু হয়ে যাওয়াসহ আগামী এক বছরে আরও কয়েকটি মেগা-প্রকল্পের সমাপ্তি মন্দা পরিস্থিতির মধ্যেও অর্থনীতিতে কিছুটা গতি সঞ্চার করবে সন্দেহ নেই। তবে যুদ্ধ শেষ হবার কোনো লক্ষণ না থাকা, উপরন্তু রাশিয়ার ওপর আমেরিকা-ইউরোপের সেংশনে জ্বালানীর মূল্য যেভাবে বাড়ছে, তাতে বিশেষজ্ঞদের মতে পুরো উন্নয়নশীলসহ বিশ্বের জন্যই সংকট আরও ঘনীভূত হচ্ছে। এমন এক অবস্থার মাঝেই এগিয়ে আসছে জাতীয় নির্বাচন।

কোনপথে হাটবে আওয়ামীলীগ, সরকার হিসেবে তারা ক্ষমতায় আগামী পর্বে থাকবে কিনা? সেসব নিয়ে আগামীতে লেখা যাবে। বিরোধীরা কতোটা একজোট হয়ে একক কর্মসূচিতে কতোট পথ চলতে পারে তাও পর্যবেক্ষণের প্রয়োজন। বিস্তারিত আগামীতে লেখার ইচ্ছা রইল।

লেখক : সাংবাদিক,কলাম লেখক।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর