হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধি যুবক

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ২০:৩৪
  • 593 বার পঠিত
হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধি যুবক

হবিগঞ্জ প্রতিনিধি  \ হবিগঞ্জের চুনারুঘাট লালচান্দ চা বাগানের পাথরটিলার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী তরুণ বাউরী (৩১)। একটি হুইল চেয়ার না থাকায় চলাফেরা করতে তার খুব কষ্ট হচ্ছিল। অবশেষে বিষয়টি নজরে আসে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের। পরে তিনি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে তরুণ বাউরীকে একটি হুইল চেয়ার প্রদান করেন। এতে খুবই আনন্দিত হয়েছে ওই প্রতিবন্ধি যুবক। স্থানীয়রা জানান, তরুণ বাউরী বাল্যকালে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে ধীর ধীরে তার দুই পা অচল হয়ে যায়। টাকার অভাবে পরিবারের লোকজন তাকে চিকিৎসা করাতে পারেননি। অনেক চেষ্টার পর ওই যুবক প্রতিবন্ধী ভাতা পান। প্রায় ১৫ বছর আগে সরকারিভাবে তাকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক বছর পর চেয়ারটি নষ্ট হয়ে যায়। সেই থেকে একটি হুইল চেয়ারের জন্য তিনি অনেকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লাভ হয়নি। এ সময় তিনি অনেক কষ্ট করে দুই হাতের উপর ভর করে চলাফেরা করতেন। এ সময় তার দুর্দশা নিয়ে একটি গন্যমাধ্যম সংবাদ প্রকাশ করে।
দুই কন্যা সন্তান ও স্ত্রী নিয়ে তরুণ বাউরীর সংসার। স্ত্রী চা বাগানের নিয়মিত শ্রমিক। স্ত্রীর উপার্জিত রোজগারে সংসার চলে কোনোমতে। সকালে রঙ চা ও রুটি, দুপুরে ভাত খেলেও অনেক সময় রাতে উপোস থাকতে হয় তাদের। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে দৃষ্টিগোচর হয় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিকের। পরে তিনি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে তাকে খবর দিয়ে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর