‘রাশিয়ার সামরিক সামর্থ্যকে হেলা করবেন না’,-এবেরহার্ড ঝর্ন

admin
  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২২, ২০:৫০
  • 648 বার পঠিত
‘রাশিয়ার সামরিক সামর্থ্যকে হেলা করবেন না’,-এবেরহার্ড ঝর্ন

রাশিয়ার যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু করার ক্ষমতা আছে, তাদের শক্তি সামর্থ্যকে হেলা করা উচিত হবে না। এমন মন্তব্য করেছেন জার্মানির চিফ অব ডিফেন্স জেনারেল এবেরহার্ড ঝর্ন।

সংবাদ সংস্থা রয়টার্সকে এ জার্মান জেনারেল বলেছেন, রাশিয়ার স্থল সেনারা হয়ত এ মুহূর্তে ইউক্রেনে যুদ্ধে লিপ্ত আছে। কিন্তু তবুও যুদ্ধের ‘দ্বিতীয় ধাপ’ শুরু করার ক্ষমতা হয়ত তাদের আছে। আমাদের বিষয়টি হেলা করা উচিত হবে না।

তিনি আরও বলেন, তাছাড়া রাশিয়ার নৌ বাহিনী এবং বিমান বাহিনী তো আছেই এবং তা পর্যাপ্ত।

রয়টার্সকে জার্মানির সর্বোচ্চ এ সামরিক কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার নৌ বাহিনীর বেশিরভাগ সেনাকে মোতায়েন করা হয়নি। তাছাড়া তাদের বিমান বাহিনীরও এখন অনেক শক্তি আছে। যেটি ন্যাটোর জন্য হুমকি। আঞ্চলিকভাবে যুদ্ধ ছড়িয়ে দিতে রাশিয়ার সক্ষমতা অনেক বেশি আছে।

তাছাড়া এই জেনারেল বলেছেন, খুব সহসাই গোলাবারুদের সংকটে পড়বে না রাশিয়া। তাদের কাছে প্রচুর পরিমাণে গোলাবারুদ আছে। এগুলোর কিছু পুরনো এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না। কিন্তু এগুলোই বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষতি করছে। তারা প্রতিদিন ৪০ থেকে ৬০ হাজার কামানের গোলা ছোঁড়ে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর