রাস্তায় কাজ না করে টাকা আত্মসাত করেছেন মেম্বার

admin
  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২২, ২০:৫০
  • 593 বার পঠিত
রাস্তায় কাজ না করে টাকা আত্মসাত করেছেন মেম্বার

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার নিরঞ্জন দাশের বিরুদ্ধে রাস্তায় কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার একই ইউনিয়নের আসামপাড়া’র মোঃ নুরুল হক (আকল)-এর ছেলে মোঃ আল আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি জানা জানি হলে এলাকার সচেতনবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগে বলা হয়, প্রায় ১ মাস পূর্বে ইউনিয়নের আমিনা মেম্বারের বাড়ির পূর্ব দিকে কালভার্ট থেকে
মেইন রাস্তার টাওয়ার পর্যন্ত মাটি ভরাটের জন্য ৪ টন চাউল টি.আর বরাদ্দ হয়। যার বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। রাস্তায় মাটি ভরাটের দায়িত্ব পান ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও দেবপাড়া গ্রামের বাসিন্দা মৃত নিরেন্দ্র দাশ (নিরু)’র ছেলে নিরঞ্জন দাশ। কিন্তু ওই রাস্তার দ্’ুদিকে যেভাবে বাশের হাড় দিয়ে মাটি ভরাট করার কথা ছিল, মেম্বার নিরঞ্জন দাশ সেইভাবে কাজ না করে চরম অনিয়ম করেছেন। রাস্তায় সামান্য মাটি ফেলে তিনি বরাদ্দকৃত ৪ টন চাউলের টাকা আত্মসাত করেছেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাধারণ বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগে সরকারের দেয়া বরাদ্দকৃত রাস্তায় কাজের টাকা আত্মসাত করায় ওই মেম্বারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর