জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা \ ভোট গ্রহণ ১৭ অক্টোবর

admin
  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২২, ২০:৪১
  • 604 বার পঠিত
জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা \ ভোট গ্রহণ ১৭ অক্টোবর

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ  \

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১৭ অক্টোবর। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশসকগণ রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অথবা জেলা নির্বাচন কর্মকর্তা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর