নিরাপত্তা পরিষদের অধিবেশন আয়োজনের আহ্বান রাশিয়ার

admin
  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২২, ২০:২৭
  • 615 বার পঠিত
নিরাপত্তা পরিষদের অধিবেশন আয়োজনের আহ্বান রাশিয়ার

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি সোমবার জানিয়েছে, জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্ট নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন আয়োজনের আহ্বান জানিয়েছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পোলানস্কির বরাতে আরআইএ নভোস্তি জানিয়েছে, এ নিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে নিজেদের অনুরোধ জানিয়েছে রাশিয়া।

জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টটি ইউরোপের সবচেয়ে বড় প্লান্ট। গত মার্চে রুশ সেনারা এটি দখল করে। কিন্তু গত কয়েক সপ্তাহে প্লান্টটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এরপর পারমাণবিক বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্লান্টে গোলাবর্ষণের ঘটনায় রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে।

তবে রাশিয়া গত কয়েকদিন ধরে বেশ জোরালোভাবে বলছে, প্লান্টে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারাই।

তারা আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তাদের প্লান্টটি পরিদর্শনে যাওয়ার কথাও বলে আসছে।

দুইদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্লান্টটিতে প্রতিনিধি পাঠানোর বিষয়টিতে সম্মতি দেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর