কৌশলে রাশিয়ার পক্ষ নিলেন জার্মান চ্যান্সেলর!

admin
  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২২, ২১:৩৬
  • 607 বার পঠিত
কৌশলে রাশিয়ার পক্ষ নিলেন জার্মান চ্যান্সেলর!

রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা করার কারণে- রাশিয়ার পর্যটকদের ইউরোপে প্রবেশে নিষেধাজ্ঞা বা বাধা দেওয়ার দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

এরপর ইউরোপের কিছু দেশের রাষ্ট্র প্রধানরা এটির সমর্থন জানান। তাদের ভাষ্য রুশ সেনারা যখন ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন রাশিয়ার সাধারণ মানুষদের ইউরোপে আনন্দ করা ঘুরে বেড়াতে দেওয়া ঠিক হবে না।

তবে এ প্রস্তাবের বিরুদ্ধে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বলতে গেলে অনেকটা কৌশলে রাশিয়ার পক্ষে বলেছেন তিনি।

ইউরোপে রাশিয়ার পর্যটকদের নিষিদ্ধ করার প্রস্তাবের ব্যাপারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ হলো- আমাদের বুঝতে হবে অসংখ্য মানুষ রাশিয়া থেকে পালিয়ে যাচ্ছে কারণ তারা রাশিয়ার সরকারের বিরোধীতা করে।

তিনি আরও বলেন, আমরা এমন সিদ্ধান্ত না দেই যা তাদের পালানোর বিষয়টি, এই নেতাদের থেকে এবং একনায়কতন্ত্র থেকে রাশিয়ানদের পালানোর বিষয়টি কঠিন করে দেয়।

ওলাফ শলৎজ যে বৈঠকে এমন মন্তব্য করেন সেখানে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি দাবি করেন, রাশিয়ার পর্যটকদের নিষিদ্ধ করতে হবে যেন তারাও এ যুদ্ধের মূল্য দেয়।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়, সাধারণ রাশিয়ানদের ইউরোপে প্রবেশের ক্ষেত্রে যেন কোনো বাধা না দেওয়া হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর