হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে জঙ্গিবাদ ও নাশকতা রোধে মহিলা সমাবেশ

admin
  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২২, ২০:৪১
  • 595 বার পঠিত
হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে জঙ্গিবাদ ও নাশকতা রোধে মহিলা সমাবেশ

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ  \

সন্ত্রাস, মাদক, মানব পাচার, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা রোধে অঙ্গীকার করেছেন গ্রামের মহিলারা।  বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বানিয়াচং উপজেলার রাজপাড়া খুড়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জন, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত মহিলারা সন্ত্রাস, মাদক, মানব পাচার, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা রোধে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি এসব বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাজপাড়া খুড়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোপাল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জের, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর