হবিগঞ্জের সুলতানশীতে পাক পাঞ্জাতন ভক্তবৃন্দের উপচে পড়া ভীড়

admin
  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২২, ২০:৫৪
  • 609 বার পঠিত
হবিগঞ্জের সুলতানশীতে পাক পাঞ্জাতন ভক্তবৃন্দের উপচে পড়া ভীড়

আখলাছ আহমেদ প্রিয় , হবিগঞ্জ \

প্রতি বছরের ন্যায় এবারও জেলা জুড়ে যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়েছে। গত মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে মিরপুরের চন্দ্রছড়ি, মামদ নগর, তিতার কোনা, শায়েস্তাগঞ্জের সুরাবই, চুনারুঘাটের মুড়ারবন্দ, হবিগঞ্জ শহরের কামড়াপুরসহ বিভিন্ন এলাকার অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। তাছাড়া হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী হাবিলীতে হাজার হাজার পাক-পাঞ্জাতন আশেকান ভক্তবৃন্দসহ প্রায় ২০/২৫ হাজার মানুষের ভীড় জমে। ওই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় এলাকাবাসীসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার পাক পাঞ্জাতন ভক্তবৃন্দরা সুলতানশী হাবেলীর মাঠ প্রাঙ্গনে এসে সমবেত হন। বিকেলে শোহাদায়ে কারবালার স্মরণে কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বের করা করা হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। মিছিলে ঐতিহ্যবাহি শরীফপুর, সুলতানশী, হাতীর থান, চানপুর, নোয়াবাদ, চরহামুয়া, কাজীহাটা, নন্দনপুর, তারাপাশা, লস্করপুর, পাঁচপাড়িয়া, শিয়ালদাড়িয়া, যাত্রা বড় বাড়িসহ প্রায় ১০১ গ্রামবাসী পৃথক ভাবে তাজিয়া মিছিল সহকারে সুলতানশী মাঠ প্রাঙ্গনে এসে মিছিলে যোগ দেয়। মিছিলটি সুলতানশী হাবিলীর মাঠ প্রাঙ্গনে থেকে শুরু করে নতুন বাজার, নোয়াবাদ সড়ক, আব্দাবকাই চৌমহনী, হাতির থান ও ধোপাখাল বাজার প্রদক্ষিন করে পুনরায় মাঠ প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে সন্ধ্যায় সুলতানশী হাবিলী ও কেন্দ্রীয় মহররম উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী কারবালার প্রান্তরে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
স্থানীয়রা জানান, পবিত্র আশুরা উপলক্ষে সুলতানশী এলাকার প্রতিটি গ্রামে ১লা মহরম থেকে ১০ই মহরম পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে কেন্দ্রিয় মহরম উদযাপন কমিটি। প্রতিদিন গ্রামে গ্রামে অনুষ্ঠিত হয় জারি-মুর্সিয়া। এতে উপস্থিত সকল ভক্তবৃন্দদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর