হবিগঞ্জে কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২২, ২১:০৭
  • 611 বার পঠিত
হবিগঞ্জে কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

হবিগঞ্জ প্রতিনিধি  \ হবিগঞ্জ শহরের সবজি বাজারে শাক সবজির দাম যেনো আকাশছোঁয়া। গত কয়েকদিনে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বাড়ানো হচ্ছে শাক সবজির দাম। ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা ইচ্ছামাপিক দাম আদায় করছে। বিক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামে জিনিস কিনে আনতে হয়। সে জন্য দাম বেশি। দুই দিন আগেও আলু, পটল, ঢেড়শ, মুকি, জিঙ্গা, মূলাসহ বিভিন্ন সবজির দাম শিথিল ছিলো। এখন প্রতি কেজিতে ১০/২০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচ ১শ টাকা ছিলো। এখন ২০০ থেকে ২৪০ টাকা আদায় করা হচ্ছে। গতকাল শহরে চৌধুরী, বগলা, সিনেমা হল, শায়েস্তানগর বাজার ঘুরে দেখা গেছে এ দৃশ্য। ক্রেতাদের দাবি যদি জেলা প্রশাসন থেকে মনিটরিং করা হয় তবে হয়তবা কিছুটা শিথিল হবে বাজার দর।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর