হবিগঞ্জে কলেজ ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিল উপজেলা প্রশাসন

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২২, ২১:৩২
  • 606 বার পঠিত
হবিগঞ্জে কলেজ ছাত্রীর বাল্য বিয়ে  পন্ড করে দিল উপজেলা প্রশাসন

 

হবিগঞ্জ প্রতিনিধি   \ হবিগঞ্জের নবীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে বন্ধ করেছে প্রশাসন। এমনকি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকাও আদায় করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে হচ্ছে মর্মে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবিন দাশের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের (নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী) বাল্যবিবাহ বন্ধ করা হয়। মোবাইলের কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এসময় এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর