ইউপি মেম্বারের বিরুদ্ধে আপন চাচাতো ভাইকে প্রণোদনার কৃষি উপকরণ দেয়ার অভিযোগ 

admin
  • আপডেট টাইম : আগস্ট ০১ ২০২২, ২১:০৪
  • 609 বার পঠিত
 ইউপি মেম্বারের বিরুদ্ধে আপন চাচাতো ভাইকে প্রণোদনার কৃষি উপকরণ দেয়ার অভিযোগ 

হবিগঞ্জ প্রতিনিধি  \ প্রকৃত কৃষকের নাম কর্তন করে কৃষক নয় তাহার আপন চাচাতো ভাই কাজল মিয়াকে কৃষি উপকরণ সারসহ সকল প্রকার প্রনোদনা বিতরণের অনিয়মের বিরুদ্ধে গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আহাম্মদ আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন একই ওয়ার্ডের বাসিন্দা রহমত আলী নামের এক কৃষক। গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, আমরা ৫নং গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আমরা প্রকৃতপক্ষে প্রকৃত কৃষক। অতীতে যেকোন সরকারী কৃষি প্রনোদনা সঠিক বন্টনের মাধ্যমে আমরা কোন কোন কৃষকগণ পেয়েছি। বর্তমানে ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কৃষক ফারুক মিয়া কৃষি উপকরণ সহায়তা কার্ড কৃষক পরিচিতি নং-৫৩০১০৫১১১০৮৩ থাকা স্বত্তে¡ও ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আহাম্মদ আলী তাহার নাম কর্তন করিয়া কৃষক নয় তাহার আপন চাচাতো ভাই কাজল মিয়াকে কৃষি উপকরণ সার সহ সকল প্রকার প্রনোদনা তাহাকে দিয়া আসিতেছেন। উক্ত কাজল মিয়া তাৎক্ষনিক কৃষি উপকরণ পেয়েই খোলা বাজারে বিক্রি করেন, যাহা অত্র ওয়ার্ডের সবাই জ্ঞাত আছেন। এমতাবস্থায় ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সরকারী কৃষি প্রনোদনা সার, বীজ, কীটনাশক সরকারী নগদ টাকাসহ বিভিন্ন সময়ে প্রাপ্ত প্রনোদনাগুলো ওয়ার্ড মেম্বারের নিকট আত্মীয়দের মাধ্যমে বিতরণে অনিয়ম ও আত্মসাৎ করিয়া আসিতেছে। এতে প্রকৃত কৃষকগণ সরকারী কৃষি প্রনোদনা থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও জনমনে ক্ষোভের সৃষ্টি হইতেছে। তিনি এ বিষয়ে তদন্ত প‚র্বক মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করনের দাবী জানান জেলা প্রশাসকের কাছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর