আরেকবার হামলা হলে ‘চুক্তি’ স্থগিত করতে ইউক্রেনের হুশিয়ারী

admin
  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২২, ২১:১৮
  • 600 বার পঠিত
আরেকবার হামলা হলে ‘চুক্তি’ স্থগিত করতে ইউক্রেনের হুশিয়ারী

ইউক্রেনের পক্ষ থেকে রোববার হুশিয়ারি দেওয়া হয়েছে, যদি ইউক্রেনের কোনো বন্দরে রাশিয়া ফের হামলা চালায় তাহলে খাদ্যশস্য চুক্তি স্থগিত করে দেওয়া হবে। খবর দ্য গার্ডিয়ানের।

গত শুক্রবার তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশক্তি চুক্তি হয়। এর মাধ্যমে ইউক্রেনের বন্দরগুলোতে আটকে থাকা শস্য বিশ্ব বাজারে পাঠানোর পথ খুলে। কিন্তু চুক্তির পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা করে রাশিয়া।

এরপর ইউক্রেনের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো।

যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ওডেসা বন্দরে মজুদ করা অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়েছে তারা। তাছাড়া একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিতেও হামলা করার দাবি জানায় তারা।

প্রথমে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা এ হামলার বিষয়ে কিছু জানে না। পরবর্তীতে এটি স্বীকার করে।

এদিকে বর্তমানে ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার মধ্যে রয়েছে গম, সূর্যমুখী তেল, বার্লি। ইউক্রেনে এসব শস্য আটকে থাকার কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর