হবিগঞ্জে  ৩ উপজেলায় আশ্রয়ণের ঘর পেলেন ১শ ২৬ ভূমিহীন পরিবার

admin
  • আপডেট টাইম : জুলাই ২১ ২০২২, ২০:৫৬
  • 616 বার পঠিত
হবিগঞ্জে  ৩ উপজেলায় আশ্রয়ণের ঘর পেলেন ১শ ২৬ ভূমিহীন  পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি  \ আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জের তিন উপজেলায় ১২৬টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশের মতো হবিগঞ্জ জেলার ৩ উপজেলার উপকাভোগীদের মাঝে এই ঘরগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের আওতায় বাহুবলে ৬৪, নবীগঞ্জে-৫০ ও মাধবপুরে ১২টি ঘরের দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় স্ব-স্ব

উপজেলায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় ৩ ধাপে ২ হাজার ৪১টি ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আরও ৪২টি ঘরের কাজ চলমান রয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর