হবিগঞ্জের কৃতি সন্তান হাজেরা খাতুন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি

admin
  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২২, ২২:১২
  • 718 বার পঠিত
হবিগঞ্জের কৃতি সন্তান হাজেরা  খাতুন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ\

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন ও সমন্বয়) (উপ সচিব) মোছাঃ হাজেরা খাতুনকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে এ তথ্য জানিয়েছে। মোছা. হাজেরা খাতুন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাকুড়ীয়া গ্রামের হাজী আলীম প্রধান বাড়ীর মরহুম আহমেদ আলীর মেয়ে। তিনি ২০ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। হাজেরা খাতুন এর পদোন্নতির খবর তাহার নিজ এলাকায় পৌছালে পুরো এলাকায় আনন্দের ঝড় বইছে। তিনি সততা আর নিষ্ঠার প্রশ্নে আপোষহীন। সদাচরণ, ভদ্রতা আর আমানতদারিতা তাকে নিয়ে গেছে উচ্চতায়। সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা হয়েও ক্ষমতার অপব্যবহার করেননি কোনদিন, যার প্রমাণ তার এলাকার মানুষ। তার জীবনে নেই কোন লোভ লালসা। তিনি এলাকায় আসলে সাদামাটা ভাবে চলাফেরা করেন। চাকুরী জীবন থেকে শতভাগ সৎ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করেন আসছেন তিনি। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। এছাড়াও একই সাথে সরকারের আরো ৮২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। গত ২৯ জুন বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি আদেশে এ পদোন্নতির কথা জানিয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৭৮ জন দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত আছেন। এছাড়া চারজন বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত। নয় মাস পর যুগ্ম সচিব পদে আবারও পদোন্নতি দেওয়া হলো। এর আগে গত বছরের ২৯ অক্টোবর ২১৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়। জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয় যুগ্ম সচিব পদটিকে। নিয়ম অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁদের যোগদানপত্র ইমেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। যোগদানের পর তাঁদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর